প্যারিস অলিম্পিক্সে অংশগ্রহণকারী ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্যারিস অলিম্পিক্স রবিবার শেষ হয়েছে। সমাপনী অনুষ্ঠানে ভারতের পতাকা হাতে ছিলেন মনু ভাকের ও পিআর শ্রীজেশ। প্রধানমন্ত্রী এই গেমস চলাকালীন ভারতীয় দলের প্রচেষ্টার প্রশংসা করেন এবং ভবিষ্যতের জন্য তাদের সকলের মঙ্গল কামনা করেন। প্যারিস অলিম্পিক্সে ভারত একটি রুপো এবং পাঁচটি ব্রোঞ্জ সহ মোট ছয়টি পদক জিতেছে।
প্রধানমন্ত্রী মোদী টুইটারে লিখেছেন, ‘প্যারিস অলিম্পিক্স শেষ হতে চলেছে এবং আমি এই গেমগুলিতে অংশগ্রহণকারী সমগ্র ভারতীয় দলের প্রচেষ্টার প্রশংসা করি। সমস্ত ক্রীড়াবিদ তাদের সেরা দিয়েছেন এবং সমস্ত ভারতীয় তাদের জন্য গর্বিত। আসন্ন টুর্নামেন্টের জন্য আমাদের খেলোয়াড়দের জন্য শুভ কামনা।’ তবে এটা প্রথম নয়, যখন কোনও অ্যাথলিট দেশের জন্য পদক জিতেছেন তখনই তাঁকে উৎসাহ দিতে ফোন করেছেন প্রধানমন্ত্রী। হকি টিমকেও ফোন করেছিলেন তিনি। প্যারিস অলিম্পিক্সের আগে টোকিও অলিম্পিক্সে এমনটা করেছিলেন মোদী। তবে এবারের অলিম্পিক্সটা ভারতের জন্য বিশেষ কিছু হল না।
আরও পড়ুন… Paris Olympics 2024: দুর্দান্ত সমাপ্তি অনুষ্ঠানে টম ক্রুজ! মনু ভাকের-শ্রীজেশের হাতে ভারতের পতাকা
১৬ দিন ব্যাপী অনুষ্ঠিত প্যারিস অলিম্পিক্সের সমাপ্তি হল ১১ অগস্ট, রবিবার। স্যেন নদীর ওপর হয়েছিল অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান। প্রথা ভেঙে সেই প্রথম কোনও স্টেডিয়ামের বাইরে হয়েছিল অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান। তবে সমাপ্তি অনুষ্ঠান হল স্টেডিয়ামেই। স্তাদ দ্য ফ্রান্স হয়ে উঠেছিল কনসার্ট হল। চোখধাঁধানো সমাপ্তি অনুষ্ঠানে অলিম্পিক্সের ব্যাটন তুলে দেওয়া হল লস অ্যাঞ্জেলসের হাতে। ঠিক চার বছর পর, ২০২৮ সালে যেখানে বসবে অলিম্পিক্সের আসর। এই অনুষ্ঠানে টম ক্রুজকেও দেখা যায়।
আরও পড়ুন… এগিয়ে গিয়েও জর্জের বিরুদ্ধে জিততে পারল না মোহনবাগান! জটিল হল CFL 2024-র সুপার সিক্সের অঙ্ক
মহিলা শুটার মনু ভাকের এবং ভারতীয় হকি দলের অভিজ্ঞ গোলরক্ষক পিআর শ্রীজেশ প্যারিস অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে পতাকাবাহী। মানু প্যারিস অলিম্পিকে দুটি ব্রোঞ্জ পদক জিতেছিলেন এবং স্বাধীন ভারতের প্রথম ক্রীড়াবিদ যিনি একই অলিম্পিক্সে দুটি পদক জিতেছিলেন। একই সময়ে, পিআর শ্রীজেশ প্যারিস গেমসে ব্রোঞ্জ পদক জয়ী ভারতীয় পুরুষ হকি দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। অলিম্পিক্সের পর আন্তর্জাতিক হকি থেকে অবসরের ঘোষণা করে দিয়েছিলেন শ্রীজেশ। শ্রীজেশ টোকিও অলিম্পিক্সেও জড়িত ছিলেন এবং সেই সময়েও দলটি ব্রোঞ্জ পদক জিতেছিল।
তবে গতবারের তুলনায় এবারে ভারতের পদক সংখ্যা কমেছে। টোকিও অলিম্পিক্সে ৭টি পদক জিতেছিল ভারত। টোকিও অলিম্পিক্সে নীরজ চোপড়ার হাত ধরে এসেছিল সোনার পদক। রুপো জিতেছিলেন মীরাবাঈ চানু ও রবি কুমার দাহিয়া। ব্রোঞ্জ জিতেছিলেন পি ভি সিন্ধু, লভলিনা বরগোহাঁই, বজরঙ্গ পুনিয়া ও পুরুষ হকি দল। প্যারিস অলিম্পিক্সে সর্বোচ্চ সম্মান - একটি রুপোর পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ভারতকে। আর সেই সম্মানও এসেছে নীরজ চোপড়ার হাত ধরেই। পাশাপাশি ভারতের ঝুলিতে এসেছে পাঁচটি ব্রোঞ্জ। তিনটি শ্যুটিংয়ে, একটি ব্রোঞ্জ হকিতে ও একটি ব্রোঞ্জের পদক কুস্তিতে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।