বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জয়ী ফ্রেড কেরলে। জানা যায়, গ্রেপ্তারের সময় পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়ান তিনি। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে একটা সময় শকগানের ব্যবহার করা হয় তাঁর উপর। অনলাইন রেকর্ডের উদ্ধৃতি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মিডিয়া রিপোর্টে বলা হয়েছে যে ফ্রেড কেরলের বিরুদ্ধে একজন পুলিশ অফিসারকে মারধর এবং উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগ রয়েছে। এই কারণে শুক্রবার সকালে তাঁকে জেলে পাঠানো হয়েছিল।
ইউএসএ টুডের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে মিয়ামি বিচ পুলিশ বিভাগ গ্রেপ্তারের সময় শরীরের লাগানো ক্যামেরার ফুটেজ প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে ফ্রেড কেরলে, যিনি প্যারিস অলিম্পিক্স ২০২৪-এ পুরুষদের ১০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ পদক জিতেছিলেন, পুলিশ অফিসারদের সঙ্গে বাক্য বিনিময় করছিলেন৷ সেই সময় কয়েকজন অফিসার তাঁর গায়ে হাত তোলে। একটা সময় ধস্তাধস্তি বড় আকার ধারণ করে। সেই সময় ফ্রেডকে মাটিতে ফেলে হাত পেছন দিকে করে ঘাড় চিপে ধরে পুলিশ। শুধু এখানেই থামেনি, একটা সময় তাঁর উপরে শকগানের ব্যবহার করা হয়। মাটিতে লুটিয়ে পড়েন অলিম্পিক্স পদক জয়ী এই ক্রীড়াবিদ। পুলিশের এই ব্যবহার যথেষ্ট সমালোচনার মুখে পড়েছে। ঘটনার সময় ফ্রেডের সঙ্গে থাকা তাঁর বান্ধবী ক্রমাগত পুলিশকে থামতে বললেও তাঁরা সেই কথায় কর্ণপাত পর্যন্ত করেননি। যদিও শুক্রবার দুপুরে তাঁকে জেল থেকে মুক্তি দেওয়া হয়।
মিডিয়া সাইট TMZ, গ্রেপ্তারের ঘটনার প্রতিবেদনে উল্লেখ করেছে যে ফ্রেড কেরলে ‘আক্রমনাত্মকভাবে অফিসারদের কাছে এগিয়ে গিয়েছিলেন এবং একজন অফিসারকে ধাক্কা দিয়েছিলেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।’ জানা যাচ্ছে, তাঁর বিরুদ্ধে ৩টি অভিযোগ দায়ের করা হয়েছিল পুলিশের তরফে। ইউএসএ টুডে উল্লেখ করেছে যে চারজন অফিসার ফ্রেড কেরলেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছিলেন। এর মধ্যে, একজন অফিসার কেরলের মাথা এবং উপরের পিঠের বিভিন্ন অংশে ঘুসি মেরেছিলেন তাঁকে বশ করতে। পরে পুলিশ একটি স্টানগান বা শকগান ব্যবহার করে।
ইউএসএ টুডে আরও জানিয়েছে যে, একজন অফিসারকে ফ্রেডের উদ্দেশ্যে চিৎকার করতে শোনা যায় ‘প্রতিরোধ করা বন্ধ করুন!’ সেই সময় মাটিতে শুয়ে ছিলেন ফ্রেড। তিনি উত্তরে বলেন, ‘আমি প্রতিরোধ করছি না, আমার থেকে সরে যাও তোমরা’। এছাড়া এই ক্রীড়াবিদকে এক পুলিশ অফিসারকে উদ্দেশ্য করে ‘দুর্বল’ বলতেও শোনা যায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।