প্যারিস প্যারালিম্পিক্স থেকে অষ্টম পদক ঘরে এল ভারতের। সোমবার দিনের শুরুতেই ব্যাডমিন্টনে পদকের দোরগোড়া থেকে ফিরতে হয় ভারতকে। তবে অ্যাথলেটিক্স থেকে আসে খুশির খবর। ছেলেদের ডিসকাস থ্রো থেকে দেশকে রুপো এনে দেন যোগেশ কাথুনিয়া।
সোমবার ছেলেদের ডিসকাস থ্রো এফ-৫৬ ইভেন্টের ফাইনালে নামেন যোগেশ। তিনি চলতি মরশুমের নিজের সেরা পারফর্ম্যান্স উপহার দিয়ে পোডিয়াম ফিনিশ করেন। নিজের প্রথম প্রচেষ্টাতেই ৪২.২২ মিটার দূরে থ্রো করেন যোগেশ, যা তাঁকে শেষমেশ দ্বিতীয় স্থানে জায়গা করে দেয়। ফলে রুপোর পদক গলায় ঝোলান ভারতীয় তারকা।
উল্লেখ্য, এর আগে টোকিও প্যারালিম্পিক্সের ডিসকাস থ্রোয়েও রুপো জেতেন যোগেশ। সুতরাং, পরপর ২টি প্যারালিম্পিক্স থেকে ভারতকে সিলভার মেডেল এনে দিলেন কাথুনিয়া। সোমবার প্যারিসের এই ইভেন্ট থেকে সোনা জেতেন ব্রাজিলের ক্লাউদিনেই বাতিস্তা ডস স্যান্টোস, যাঁর দখলে আগে থেকে ছিল ওয়ার্ল্ড রেকর্ড ও প্যারালিম্পিক্স রেকর্ড। যদিও এদিন তিনি নতুন গেমস রেকর্ড গড়ে গোল্ড মেডেল জেতেন।
আরও উল্লেখযোগ্য বিষয় হল, টোকিও অলিম্পিক্সেও এই স্যান্টোসই তৎকালীন গেমস রেকর্ড গড়ে সোনা জেতেন ও রুপো জেতেন যোগেশ। সুতরাং, এবার কার্যত সেই একই ছবি দেখা যায় প্যারিসেও। টোকিওয় স্যান্টোস ৪৫.৫৯ মিটার দূরে থ্রো করে সোনা জিতেছিলেন। এবার প্যারিসে তিনি ৪৬.৮৬ মিটার দূরে থ্রো করে গোল্ড জেতেন। গ্রিসের কনস্ট্যান্টিনোস জউনিস ৪১.৩২ মিটার দূরে থ্রো করে তৃতীয় হন প্যারিসে।
প্যারিস প্যারালিম্পিক্সের মেনস ডিসকাস থ্রো এফ-৫৬'এর পদকজয়ীরা
১. সোনা- ক্লাউদিনেই বাতিস্তা ডস স্যান্টোস (ব্রাজিল), ৪৬.৮৬ মিটার।
২. রুপো- যোগেশ কাথুনিয়া (ভারত), ৪২.২২ মিটার।
৩. ব্রোঞ্জ- কনস্ট্যান্টিনোস জউনিস (গ্রিস), ৪১.৩২ মিটার।
প্যারিস প্যারালিম্পিক্সে যোগেশের সার্বিক পারফর্ম্যান্স
এর আগে সোমবার একটুর জন্য ব্যাডমিন্টনের মিক্সড ডাবলস এসএইচ-৬ ইভেন্টের ব্রোঞ্জ মেডেল হাতছাড়া করে ভারত। এই ইভেন্টের ব্রোঞ্জ মেডেল ম্যাচে পরাজিত হন ভারতের শিবরাজন সোলাইমালাই ও নিত্যশ্রী সুমতি শিবন। ভারতীয় জুটি ০-২ গেমে পরাজিত হন ইন্দোনেশিয়ার সুভান ও রিনা মার্লিনা জুটির কাছে। ম্যাচের ফল ভারতীয় জুটির প্রতিকূলে ১৭-২১, ১২-২১।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।