বুধবার তিরন্দাজির ব্যক্তিগত বিভাগে সোনা জিতে ইতিহাস গড়েন হরবিন্দর সিং। বৃহস্পতিবার সুযোগ ছিল মিক্সড টিম ইভেন্টে পদক জয়ের। তবে মেডেলের একেবারে কাছ থেকে ফিরে আসতে হল হরবিন্দর ও পূজাকে। ভারতীয় জুটি মিক্সড টিম রিকার্ভ ওপেনের ব্রোঞ্জ মেডেল ম্যাচে শুট-অফে হেরে বসেন।
ব্রোঞ্জ মেডেল ম্যাচে হরবিন্দর-পূজা জুটির লড়াই ছিল স্লোভেনিয়ার জিভা লাভরিনস ও দেজান ফ্যাবসিস জুটির বিরুদ্ধে। প্রথম সেট জিতে ম্যাচে দুর্দান্ত শুরু করেন হরবিন্দর-পূজা। তবে স্লোভেনিয়ান জুটি ম্যাচে ফেরেন দ্বিতীয় সেটেই।
প্রথম সেটে দুই ভারতীয় তারকা চারটি তিরে সংগ্রহ করেন যথাক্রমে ৯, ৮, ৮ ও ৮ পয়েন্ট। অর্থাৎ, সাকুল্যে ৩৩ পয়েন্ট স্কোর করে ভারত। স্লোভেনিয়া প্রথম সেটে ৭, ৮, ৭ ও ৮, সাকুল্যে ৩০ পয়েন্ট স্কোর করে। অর্থাৎ, ভারত ৩৩-৩০ পয়েন্টে প্রথম সেট জিতে ২টি সেট পয়েন্ট সংগ্রহ করে।
দ্বিতীয় সেটে দুই ভারতীয় তারকা চারটি তিরে সংগ্রহ করেন যথাক্রমে ৬, ৫, ৮ ও ১০ পয়েন্ট। অর্থাৎ, সাকুল্যে ২৯ পয়েন্ট স্কোর করে ভারত। স্লোভেনিয়া দ্বিতীয় সেটে ৮, ৮, ৯ ও ৯, সাকুল্যে ৩৪ পয়েন্ট স্কোর করে। স্লোভেনিয়া ২টি সেট পয়েন্ট সংগ্রহ করে এবং ম্যাচের স্কোর-লাইন দাঁড়ায় ২-২।
তৃতীয় সেটে দুই ভারতীয় তারকা চারটি তিরে সংগ্রহ করেন যথাক্রমে ১০, ৯, ১০ ও ৯ পয়েন্ট। অর্থাৎ, সাকুল্যে ৩৮ পয়েন্ট স্কোর করে ভারত। স্লোভেনিয়া তৃতীয় সেটে ১০, ৮, ৭ ও ৮, সাকুল্যে ৩৩ পয়েন্ট স্কোর করে। ভারত ফের ২টি সেট পয়েন্ট সংগ্রহ করে ম্যাচে ৪-২ লিড নেয়।
চতুর্থ সেটে হরবিন্দর-পূজা চারটি তিরে সংগ্রহ করেন যথাক্রমে ৯, ৭, ৫ ও ৮ পয়েন্ট। অর্থাৎ, সাকুল্যে ২৯ পয়েন্ট স্কোর করে ভারত। স্লোভেনিয়া চতুর্থ সেটে ৭, ৯, ১০ ও ৮, সাকুল্যে ৩৪ পয়েন্ট স্কোর করে। ফলে ম্যাচ পুনরায় ৪-৪ সমতায় দাঁড়িয়ে যায় এবং লড়াই গড়ায় ২টি করে তিরের শুট-অফে।
২টি তিরের শুট-অফে ভারত স্কোর করে ৮ ও ৯, সাকুল্যে ১৭ পয়েন্ট। স্লোভেনিয়া শুট-অফে ৯ ও ১০, সাকুল্যে ১৯ পয়েন্ট সংগ্রহ করে। ফলে তারা ১টি সেট পয়েন্ট পেয়ে যায়। সব মিলিয়ে ৪-৫ সেট পয়েন্টে ব্রোঞ্জ মেডেল ম্যাচে পরাজিত হয় ভারত।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।