বাংলা নিউজ > ময়দান > প্যারিসে জ্যাভেলিনের এই থ্রোয়েই জেতেছিলেন রুপো, ভারতীয় তারকার মেডেল বদলে গেল সোনায়- ভিডিয়ো

প্যারিসে জ্যাভেলিনের এই থ্রোয়েই জেতেছিলেন রুপো, ভারতীয় তারকার মেডেল বদলে গেল সোনায়- ভিডিয়ো

ভারতীয় তারকার রুপোর মেডেল বদলে গেল সোনায়। ছবি- গেটি।

Paris Paralympics 2024: প্রথম স্থানাধিকারীকে ইভেন্ট থেকে বাতিল করা হলে প্যারিসে সর্বকালীন প্যারালিম্পিক্স রেকর্ড গড়ে সোনা জেতেন নভদীন সিং।

একদিকে প্যারিস অলিম্পিক্সে মেয়েদের ফ্রি-স্টাইল কুস্তির গোল্ড মেডেল ম্যাচের যোগ্যতা অর্জন করার পরেও ভিনেশ ফোগটকে বাতিল করা হয় ইভেন্ট থেকে। মাত্র ১০০ গ্রাম ওজন বেশি হওয়ার জন্য ভিনেশের নিশ্চিত পদক হাতছাড়া করার দুঃখ এখনও ভুলতে পারেননি ভারতীয় ক্রীড়াপ্রেমীরা। তবে সেই ক্ষতে কিছুটা হলেও মলম পড়তে পারে নভদীপ সিংয়ের রুপোক পদক শেষমেশ সোনায় বদলে দেওয়ায়।

প্যারিস প্যারালিম্পিক্সে ছেলেদের এফ-৪১ জ্যাভেলিন থ্রো ইভেন্টে রুপো জেতেন নভদীপ সিং। তবে সোনাজয়ী তারকাকে শেষমেশ ইভেন্ট থেকে বাতিল করা হয়। ফলে নভদীপের রুপো বদলে যায় সোনার পদকে। প্যারিস প্যারালিম্পিক্সে ভারতের গোল্ড মেডেলের সংখ্যা দাঁড়ায় শেষমেশ ৭টিতে।

শনিবার এফ-৪১ জ্যাভেলিন থ্রোয়ে নভদীপ ব্যক্তিগত সেরা পারফর্ম্যান্স উপহার দেন। তিনি নিজের তৃতীয় প্রচেষ্টায় ৪৭.৩২ মিটার দূরে জ্যাভেলিন ছুঁড়ে প্রাথমিকভাবে দ্বিতীয় স্থানে থেকে ইভেন্ট শেষ করেন। ইরানের সাদেগ বিত সায়াহ ৪৭.৬৪ মিটার দূরে থ্রো করে প্রথম স্থানে থেকে ইভেন্ট শেষ করেন।

আরও পড়ুন:- ৭টি টেস্ট সেঞ্চুরি ৭টি আলাদা দেশের বিরুদ্ধে, বিরল রেকর্ড ওলি পোপের

তবে পরে ইভেন্ট থেকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয় ইরানের অ্যাথলিটকে। সুতরাং, দ্বিতীয় স্থানে থাকা নভদীপ উঠে আসেন এক নম্বরে। চিনের সান পেংজিয়াং ৪৪.৭২ মিটার দূরে জ্যাভেলিন ছুঁড়ে প্রাথমিকভাবে ব্রোঞ্জ জিতেছিলেন। তাঁর ব্রোঞ্জ পদক বদলে দেওয়া হয় রুপোয়।

উল্লেখযোগ্য বিষয় হল, জ্যাভেলিন থ্রোয়ের এফ-৪১ বিভাগে বিশ্বরেকর্ড ও প্যারালিম্পিক্স রেকর্ড ছিল চিনের পেংজিয়াংয়ের নামে। তিনি এবছরই মে মাসে ৪৮.৪৯ মিটার দূরে জ্যাভেলিন ছুঁড়ে বিশ্বরেকর্ড গড়েন। তার আগে ২০২০ টোকিও প্যারালিম্পিক্সে ৪৭.১৩ মিটার দূরে জ্যাভেলিন ছুঁড়ে গেমস রেকর্ড গড়েন। তবে প্যারিস প্যারালিম্পিক্সে নিজের সেরা পারফর্ম্যান্সের ধারেকাছেও পৌঁছতে পারেননি পেংজিয়াং।

আরও পড়ুন:- গত ১ বছরে সব থেকে বেশি আয় করেছেন কোন ক্রীড়াবিদরা? সেরা দশে রয়েছেন কোহলি

প্যারিস প্যারালিম্পিক্সে নভদীপের ব্যক্তিগত পারফর্ম্যান্স

প্রথম প্রচেষ্টাদ্বিতীয় প্রচেষ্টাতৃতীয় প্রচেষ্টাচতুর্থ প্রচেষ্টাপঞ্চম প্রচেষ্টাষষ্ঠ প্রচেষ্টাসেরা পারফর্ম্যান্স
ফাউল থ্রো৪৬.৩৯ মিটার৪৭.৩২ মিটারফাউল থ্রো৪৬.০৫ মিটারফাউল থ্রো৪৭.৩২ মিটার

আরও পড়ুন:- বিদ্যুৎপৃষ্ট হয়ে ৬ মাস কোমায় ছিলেন,চায়ের দোকান চালিয়েও দেশকে ঐতিহাসিক পদক কপিলের

অন্যদিকে প্যারিসে ৪৭.৬৪ মিটার দূরে জ্যাভেলিন ছুঁড়ে নতুন প্যারালিম্পিক্স রেকর্ড গড়েন ইরানের সাদেগ। তবে তাঁকে ডিসকোয়ালিফাই করার ফলে তাঁর সেই রেকর্ডও মুছে দেওয়া হয়। নতুন রেকর্ড লেখা হয় ভারতীয় তারকা নভদীপ সিংয়ের নামে। অর্থাৎ, নভদীপের ৪৭.৩২ মিটার এখন নতুন প্যারালিম্পিক্স রেকর্ড। অর্থাৎ, একথা বলা মোটেও ভুল হবে না যে, প্যারিস প্যারালিম্পিক্সে সর্বকালীন গেমস রেকর্ড গড়ে সোনা জেতেন ভারতের নভদীপ সিং।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘ধন্যবাদ, খুনটা অন্তত করেননি… ১৪ গুষ্টির ভাগ্য’! নিউটাউন ধর্ষণ নিয়ে সরব শ্রীলেখা এবার টিটাগড় ওয়াগন কারখানায় তৈরি হবে অত্যাধুনিক কোচ, বিপুল কর্মসংস্থানের সুযোগ বসার জায়গা হচ্ছে না সাংসদদের, আরও দুটি ঘর পুরনো সংসদ ভবনে চেয়ে চিঠি তৃণমূলের ‘ওরা দুজনই ভারতকে বদলে দেবে বিশ্বকাপ-চ্যাম্পিয়ন্স ট্রফিতে’! বড় বার্তা কার্তিকের রেস্তোরাঁয় বিমান বসুর উপস্থিতির ছবি নিয়ে বিতর্ক নেটপাড়ায়, সৌজন্য দেখাল তৃণমূল হরিয়ানায় প্রকাশ্য সমাবেশে কংগ্রেস নেত্রীর শ্লীলতাহানি, কাঠগড়ায় দলেরই নেতা পুজোর ঠিক মুখেই কর্মীদের ‘ডবল’ সুখবর দিল নবান্ন! আপাতত ১৯,৪৪০ টাকা বেশি আসবে এখনও অমলিন জাদু, শাকিবকে ক্লাব বোলারের পর্যায়ে নিয়ে এসে বোঝালেন রায়না! মঞ্চ ছেড়ে বেরিয়ে গেলেন করিশ্মা! পারফরম্যান্স দেখে অসন্তুষ্ট? নাকি পুরোটাই নাটক? ‘আরে গাব্বা, অসাধারণ শট’; নেটে কার পিছনে লাগলেন সূর্যকুমার যাদব? ভাইরাল ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.