বাংলা নিউজ > ময়দান > India's Medal Tally: প্যারালিম্পিক্সের ইতিহাসে সর্বকালীন রেকর্ড ভারতের, দেখে নিন প্যারিসে পদকজয়ীদের সম্পূর্ণ তালিকা

India's Medal Tally: প্যারালিম্পিক্সের ইতিহাসে সর্বকালীন রেকর্ড ভারতের, দেখে নিন প্যারিসে পদকজয়ীদের সম্পূর্ণ তালিকা

প্যারালিম্পিক্সের ইতিহাসে সর্বকালীন রেকর্ড ভারতের। ছবি- টুইটার।

Paris Paralympics 2024: প্যারিস প্যারালিম্পিক্সে ভারত কোন খেলায় ক'টি করে পদক জেতে, পোডিয়াম ফিনিশ করে দেশকে গর্বিত করেন কারা, দেখে নিন ২৯ জন ভারতীয় পদকজয়ীর সম্পূর্ণ তালিকা।

২০২০ টোকিও প্যারালিম্পিক্সে ভারত সব মিলিয়ে ১৯টি পদক জেতে। এতদিন সেটিই ছিল কোনও একটি প্যারালিম্পিক্সে ভারতের সর্বকালের সেরা পারফর্ম্যান্স। এবার প্যারিস প্যারালিম্পিক্সে সেই রেকর্ড ভেঙে দেয় ভারত। এবার প্যারালিম্পিক্স থেকে সব মিলিয়ে ২৯টি মেডেল জেতে ভারত।

টোকিও প্যারালিম্পিক্সে ভারত মোট ৫টি সোনা জেতে। এবার প্যারিস প্যারালিম্পিক্সে ভারত গোল্ড মেডেল জেতে ৭টি। টোকিওয় ভারত ৮টি রুপো জেতে। প্যারিসে ভারত রুপো জেতে ৯টি। টোকিওয় সাকুল্যে ৬টি ব্রোঞ্জ পদক জেতে টিম ইন্ডিয়া। প্যারিস প্যারালিম্পিক্সে ভারত ব্রোঞ্জ পদক জেতে মোট ১৩টি।

উল্লেখযোগ্য বিষয় হল, ভারত ১৯৬৮ থেকে ২০১৬ প্যারালিম্পিক্স পর্যন্ত মোট ৪টি সোনা, ৪টি রুপো ও ৪টি ব্রোঞ্জ, সাকুল্যে ১২টি পদক জেতে। ২০২০ ও ২০২৪ প্যারালিম্পিক্স মিলিয়ে ভারত মোট পদক জেতে ৪৮টি, যার মধ্যে ১২টি রয়েছে সোনার পদক। বোঝাই যাচ্ছে প্যারা গেমসে ভারত কতটা উন্নতি করেছে।

প্যারিস প্যারালিম্পিক্সে ভারতের সোনাজয়ীরা

১. অবনী লেখারা- শুটিং।
২. নীতেশ কুমার- ব্যাডমিন্টন।
৩. সুমিত আন্তিল- জ্যাভেলিন থ্রো।
৪. হরবিন্দর সিং- তিরন্দাজি।
৫. ধরমবীর- ক্লাব থ্রো।
৬. প্রবীণ কুমার- হাই জাম্প।
৭. নভদীপ সিং- জ্যাভেলিন থ্রো।

আরও পড়ুন:- Duleep Trophy 2024: ব্যর্থ হল লোকেশ রাহুল ও আকাশ দীপের লড়াই, দলীপে ঈশ্বরনদের কাছে হার শুভমন গিলদের

প্যারিস প্যারালিম্পিক্সে ভারতের রুপোজয়ীরা

১. মণীশ নারওয়াল- শুটিং।
২. নিশাদ কুমার- হাই জাম্প।
৩. তুলসীমতি মুরুগেসন- ব্যাডমিন্টন।
৪. সুহাস যথীরাজ- ব্যাডমিন্টন।
৫. শরদ কুমার- হাই জাম্প।
৬. অজিত সিং- জ্যাভেলিন থ্রো।
৭. সচিন খিলাড়ি- শট পাট।
৮. পর্ণব সুরমা- ক্লাব থ্রো।
৯. যোগেশ কাথুনিয়া- ডিসকাস থ্রো।

আরও পড়ুন:- Duleep Trophy 2024: বিপক্ষ দলের হাডলে ঢুকে ‘ব্যোমকেশগিরি’ ঋষভ পন্তের, মুহূর্তে ভাইরাল ভিডিয়ো

প্যারিস প্যারালিম্পিক্সে ভারতের ব্রোঞ্জজয়ীরা

১. মোনা আগরওয়াল- শুটিং।
২. প্রীতি পাল- ১০০ মিটার।
৩. রুবিনা ফ্রান্সিস- শুটিং।
৪. প্রীতি পাল- ২০০ মিটার।
৫. মনীষা রামদাস- ব্যাডমিন্টন।
৬. রাকেশ কুমার-শীতল দেবী- তিরন্দাজি।
৭. নিত্যশ্রী সিবন- ব্যাডমিন্টন।
৮. দীপ্তি জীবনজী- ৪০০ মিটার।
৯. মারিয়াপ্পান থঙ্গভেলু- হাই জাম্প।
১০. সুন্দর সিং গুর্জর- জ্যাভেলিন থ্রো।
১১. কপিল পার্মার- জুডো।
১২. হকাতো হোতোজে সেমা- শট পাট।
১৩. সিমরন- ২০০ মিটার।

আরও পড়ুন:- প্যারিসে জ্যাভেলিনের এই থ্রোয়েই জেতেছিলেন রুপো, ভারতীয় তারকার মেডেল বদলে গেল সোনায়- ভিডিয়ো

প্যারিস প্যারালিম্পিক্সে কোন খেলায় কতগুলি পদক জেতে ভারত

১. তিরন্দাজি- ২টি (১টি সোনা ও ১টি ব্রোঞ্জা)।
২. অ্যাথলেটিক্স- ১৭টি (৪টি সোনা, ৬টি রুপো ও ৭টি ব্রোঞ্জ)।
৩. ব্যাডমিন্টন- ৫টি (১টি সোনা, ২টি রুপো ও ২টি ব্রোঞ্জ)।
৪. জুডো- ১টি (১টি ব্রোঞ্জ)।
৫. শুটিং- ৪টি (১টি সোনা, ১টি রুপো ও ২টি ব্রোঞ্জ)।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

এই রাজ্যের ৫,৫০০ সরকারি স্কুলে প্রথম শ্রেণিতে কোনও শিশুই ভর্তি হয়নি Relationship Tips: বার বার সরি বলা থেকে কীভাবে রেহাই পাবেন? শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিন্দু কলেজের প্রাক্তনী, জানেন তাঁর পরিচয় শনিবারের বৈঠকে দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় বিএনপি ও বাম দলগুলির পরামর্শ নেবেন ইউনুস ভারতকে হারানোর ‘হুঁশিয়ারি’ দিয়েছিলেন শান্ত, টাইগার বধের পর মিমের ছড়াছড়ি ….চাইব তাড়াতাড়ি আউট হয়ে ফিরে এসো; বাংলাদেশের ক্রিকেটারের সঙ্গে মজা গাভাসকরের চিকিৎসকদের ঘাড় ধরে ঘরে তালাবন্দি রাখার হুঁশিয়ারি, বিতর্কে বিজেপি বিধায়ক যার আশ্রমে পদপিষ্ট হয়ে মারা গেলেন শতাধিক, সেই ভোলে বাবার নাম নেই চার্জশিটে ‘এত সাহস হয় কী করে! আমি এখনও আছি…’ অবসরের আগে আইনজীবীকে ধমক প্রধান বিচারপতির দেবীপক্ষেই বিয়ে সারছেন, কনের বেশে তৈরি রূপসা, বর বেশে সায়নদীপ কি হাজির?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.