রবিবার প্যারিসে শেষ হল ২০২৪ প্যারালিম্পিক্সের আসর। এবছর ভারতীয় ক্রীড়াবিদরা তাঁদের ব্যক্তিগত প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে রেখে অসাধারণ পারফরম্যান্স উপহার দিয়েছে। পদক জয়ের নিরিখে ছাপিয়ে গেছে ২০২০ টোকিও প্যারালিম্পিক্সকে। প্রতিযোগিতার শেষে ভারতের মোট পদক সংখ্যা ২৯, ২০২০ সালে যা ছিল ১৯। পদক সংখ্যার বিচারে ভারত ১৮ নম্বর স্থানে শেষ করেছে। প্রথম স্থানে শেষ করেছে চীন, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে গ্রেট ব্রিটেন ও আমেরিকা। আয়োজক দেশ ফ্রান্স শেষ করেছে অষ্টম স্থানে। আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলির মধ্যে শ্রীলঙ্কা শেষ করেছে ৭৫ তম স্থানে ও পাকিস্তান শেষ করেছে সবার শেষে অর্থাৎ ৭৯ তম স্থানে।
গত ২০২০ টোকিও প্যারালিম্পিক্সের থেকে এবছর পদক সংখ্যা অনেকটাই বেড়েছে ভারতের, অনেক বিভাগে এবছরই প্রথম পদক লাভ করেছে। মোট ২৯টি পদকের মধ্যে সোনা এসেছে ৭টি, রুপো এসেছে ৯টি ও ব্রোঞ্জ এসেছে ১৩টি। সবচেয়ে বেশি পদক জয় করেছেন ভারতীয় প্যারা অ্যাথলিটসরা। ৪টি সোনা, ৬টি রুপো ও ৭টি ব্রোঞ্জ সহ তাঁরা মোট ১৭টি পদক নিজেদের ঝুলিতে ভরেছেন। ব্যাডমিন্টন ও শুটিং বিভাগে পদক এসেছে যথাক্রমে ৫টি এবং ৪টি। ২টি পদক এসেছে তিরন্দাজিতে, যার মধ্যে ১টি সোনাও আছে। ব্রোঞ্জ এসেছে জুডোতেও। অন্যদিকে প্রথম স্থানে থাকা চিন ৯৪টি সোনা, ৭৬টি রুপোও ৫০টি ব্রোঞ্জ সহ মোট ২২০টি পদক লাভ করেছে। দ্বিতীয় স্থানে থাকা গ্রেট ব্রিটেন ৪৯টি সোনা, ৪৪টি রুপো ও ৩১টি ব্রোঞ্জ সহ মোট ১২৪টি পদক লাভ করেছে। তৃতীয় স্থানে থাকা আমেরিকা ৩৬টি সোনা, ৪২টি রুপো ও ২৭টি ব্রোঞ্জ সহ মোট ১০৫টি পদক জয় করেছে। আয়োজক দেশ ফ্রান্স ১৯টি সোনা, ২৮টি রুপো ও ২৮টি ব্রোঞ্জ সহ মোট ৭৫টি পদক লাভ করেছে। আমাদের প্রতিবেশী শ্রীলঙ্কা শুধুমাত্র একটি রুপোর পদক জয় করছে, পাকিস্থান একটি মাত্র ব্রোঞ্জ।
প্রসঙ্গত, রবিবার বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে শেষ হয়েছে প্যারিস প্যারালিম্পিক্স ২০২৪। নাচে, গানে মঞ্চ মাতান তারকারা। এদিন সমাপনী অনুষ্ঠানে ভারতের জাতীয় পতাকা বহন করেন সোনার পদক জয়ী হরবিন্দর সিং ও প্রীতি পাল। এবছর প্যারালিম্পিক্স নিঃসন্দেহে ভারতের জন্য এক ঐতিহাসিক অধ্যায়। তবে আগামী প্যারালিম্পিকে আরও বেশি পদক জয় করে নিজেদের তৈরি রেকর্ড নিজেরাই ভাঙবে ভারতীয় ক্রীড়াবিদরা এই আশাই থাকবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।