দাপট দেখিয়ে অ্যাসেজ জয়ের পরেই, ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে নিজের ভবিষ্যত নিয়ে দীর্ঘ আট ঘন্টার আলোচনাসভার পর, শনিবারই অস্ট্রেলিয়ার কোচ হিসাবে নিজের ইস্তফা দিয়ে দেন জাস্টিন ল্যাঙ্গার। অজি কোচের ইস্তফার পরেই বিস্তর সমালোচনার শিকার হন বর্তমান টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। অনেক প্রাক্তন ক্রিকেটারই দাবি করেন ল্যাঙ্গারের বিদায়ে প্রত্যক্ষভাবে হাত রয়েছে কামিন্সের।
কুখ্যাত ‘স্যান্ডপেপার গেট’র পর দায়িত্ব নিয়ে গত চার বছরে অস্ট্রেলিয়া দলের ঐতিহ্য পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন ল্যাঙ্গার। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পাশপাশি, ল্যাঙ্গারের অধীনে দুই অ্যাসেজ সিরিজও জিতেছে অস্ট্রেলিয়া। তবে ল্যাঙ্গারের অত্যাধিক কড়া শাসন অজি ক্রিকেটাররা ঠিক মেনে নিতে পারেননি বলেই খবর। একাধিক রিপোর্ট অনুযায়ী, কামিন্স ব্যক্তিগতভাবে ল্যাঙ্গারের পদ্ধতির সঙ্গে সহমত ছিলেন না।
একাধিকবার কামিন্সকে জিজ্ঞেস করা হলেও, তিনি কোনোদিনই প্রকাশ্যে ল্যাঙ্গারের বিপক্ষে না হলেও, স্বপক্ষেও কিছু বলেননি। এরপরেই রিকি পন্টিংরা তীব্র সমালোচনা করেন কামিন্সের। The West Australian-এ নিজের কলামে মিচেল জনসন কামিন্সকে তীব্র তুলোধোনা করে লেখেন, ‘ওর কাছে ল্যাঙ্গারের পক্ষে কথা বলার প্রচুর সুযোগ ছিল, কিন্তু ও কিছুই করেনি। যা স্পষ্ট করে দেয় ও চায়নি ল্যাঙ্গার কোচ থাকুক। কামিন্স যথেষ্ট ক্ষমতাশালী। ও স্পষ্টতই নিজের পছন্দের কোচ চায়। ওর সাম্প্রতিক সাক্ষাৎকারগুলো একেবারেই কাপুরুষর মতো ছিল এবং ও নিজের কোচকে সম্মান জানায়নি।’
নিজের সমালোচনার জবাবে কামিন্স বুধবারই (৯ ফেব্রুয়ারি) এক বিবৃতি প্রকাশ করেন। তিনি সেখানে স্পষ্ট করে দেন যে, প্রাক্তনীরা যেমন সবসময় তাঁদের সতীর্থদের পাশে দাঁড়িয়েছেন, তিনিও বর্তমানে ঠিক তেমনটাই করছেন। তারপর ক্রিকেট অস্ট্রেলিয়ার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে প্রথমে খানিকটা মজার ছলে আরেক ফাস্ট বোলার তাঁর সমালোচনা করায় কামিন্স জানান, ‘আমি বিশ্বাস করতে পারছি না, যে আরেকজন ফাস্ট বোলার আমার বিরুদ্ধে কথা বলছে।’
তবে পরবর্তীতে সিরিয়াস হয়ে জনসনের দাবিকে নাকচ করে বর্তমান অজি অধিনায়ক বলেন, ‘ওঁ নিজের সতীর্থের স্বপক্ষে কথা বলছে। আমি ওঁর সঙ্গে একেবারেই সহমত নই। ও তো আমার সঙ্গে সরাসরি যোগাযোগও করেনি। ওঁর নিজের মতামত রাখার অধিকার আছে এবং ওঁ নিজের বন্ধুর কথা বলছে। তবে আমিও গর্বের সঙ্গে নিজের মাথা উঁচু করতে পারি, কোনো সমস্যা নেই।’ ২৪ বছর পর সামনেই অজিরা পাকিস্তান সফরে যাবে। তার আগে ল্যাঙ্গারের বিদায়ীর জেরে, বর্তমানে দলের কোনো কোচই নেই। সফরের আগে নতুন কোচ নিয়োগ করা হয় কি না, এখন সেটাই দেখার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।