পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি নিশ্চিত করেছেন যে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ফোরামে আইসিসি পুরুষদের ODI বিশ্বকাপ ২০২৩-এর সময় পাকিস্তানের কোনও নিরপেক্ষ ভেন্যু নিয়ে আলোচনা করা হয়নি। তাদের আলোচনায় এমন কোনও প্রস্তাব করা হয়নি। চলতি বছরের অক্টোবর এবং নভেম্বর মাসে ভারতের মাটিতে ক্রিকেট বিশ্বকাপের আয়োজন হতে চলেছে। অন্যদিকে ২০২৩ সালের এশিয়া কাপের আয়োজন হওয়ার কথা রয়েছে পাকিস্তানের মাটিতে।
এমন আবহে কিছু রিপোর্টে বলা হয়েছিল পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলবে না ভারত। ফলে এশিয়া কাপে ভারতের ম্যাচ হতে পারে নিরপেক্ষ ভেন্যুতে। এরপরে পাকিস্তান বোর্ডের তরফ থেকে বলা হয় যদি ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না যায়, তাহলে পাকিস্তানও বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না। এমন আবহে কিছু মিডিয়া রিপোর্টে বলা হয়েছিল যে একটি হাইব্রিড মডেলের প্রস্তাব দেওয়া হয়েছিল। এরপরে শোনা যা পাকিস্তান তাদের বিশ্বকাপের ম্যাচগুলি নিরপেক্ষ ভেন্যুতে খেলতে দেখা যেতে পারে। এরপরে আইসিসি বলেছে যে তাদের এমন কোনও পরিকল্পনা নেই।
আরও পড়ুন… বাউন্ডারি বাঁচাতে গিয়ে উইলিয়ামসনের চোট, ব্যাটিং না করেই মাঠ ছাড়লেন, বদলি হিসাবে নামলেন সাই সুদর্শন
শুক্রবার জারি করা একটি মিডিয়া বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নাজাম শেঠি বলেছেন যে এশিয়া কাপের তত্ত্বাবধানকারী এশিয়া ক্রিকেট কাউন্সিল ভারতের ম্যাচগুলি একটি নিরপেক্ষ জায়গায় আয়োজনের পরামর্শ দিয়েছে। তবে তিনি স্বীকার করেছেন যে আইসিসি-কে এর আগে এই বিষয়ে তারা কোনও আনুষ্ঠানিক প্রস্তাব দেননি। এর আগে এক রিপোর্টে বলা হয়েছিল যে পাকিস্তান দল ভারতের পরিবর্তে বাংলাদেশে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এর ম্যাচ খেলতে পারে। ভারত এই টুর্নামেন্টের মূল হোস্ট। এবার ক্রিকেট বিশ্বকাপ নিয়ে আবারও বড় মন্তব্য করলেন নাজাম শেঠি।
একটা সময়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে বলা হয়েছিল আসন্ন বিশ্বকাপের ভেন্যু নিয়ে আইসিসি-র সঙ্গে আলোচনা হয়েছে যে পাকিস্তান তাদের খেলাগুলি একটি নিরপেক্ষ ভেন্যুতে স্থানান্তরিত করতে পারে। এবং ভারতের নিকটবর্তী হওয়ার কারণে বাংলাদেশকে ভেন্যু হিসাবে প্রস্তাব করা হয়েছে। তবে এবারে ১৮০ ডিগ্রি ঘুরে গেল পাকিস্তান বোর্ড। এরপর আইসিসি তরফে বলা হয় এমন কোনও আলোচনা হয়নি। সেই কথাকেই এবার জানালেন নাজাম শেঠি। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) উদ্ধৃত বিবৃতিতে নাজাম শেঠি বলেন, ‘বৃহস্পতিবার মিডিয়া ইন্টারঅ্যাকশনের কোন পর্যায়ে, আমি আইসিসি-কে কোনও রেফারেন্স দিইনি বা অক্টোবরে নির্ধারিত আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ সম্পর্কে কোন মন্তব্য করিনি। এই বিষয়টি এখন পর্যন্ত আইসিসির কোন ফোরামে আলোচনা হয়নি।’
আরও পড়ুন… দ্য হান্ড্রেড-এ অবিক্রিত বাবর আজম, পাক নেতার পাশে দাঁড়ালেন জিমি অ্যান্ডারসন
এবারের এশিয়া কাপের জন্য একটি হাইব্রিড মডেলকে সমাধান হিসেবে দেখা হচ্ছে। পাকিস্তান এই বছর এশিয়া কাপের আসল আয়োজক, তবে ভারত তাদের ম্যাচগুলি নিরপেক্ষ ভেন্যুতে খেলতে পারে। যদিও এটি শুধুমাত্র একটি বিকল্প হিসাবে উল্লেখ করা হয়েছে এবং এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক আলোচনা হয়নি, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) উল্লেখ করেছে যে ভারত এশিয়া কাপে অংশগ্রহণ না করলে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এর উপর সম্ভাব্য প্রভাব ফেলবে। এটি পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়ছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।