২০১২-'১৩ সালে ভারত-পাকিস্তান শেষ বার কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল। পাকিস্তান টিম ২০১২'র ডিসেম্বরে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলার জন্য ভারত সফরে এসেছিল। এবং ২-১ ব্যবধানে সেই সিরিজ তারা জিতেছিল। এর পর থেকেই, সীমান্তের দু'পাশে রাজনৈতিক এবং কূটনৈতিক উত্তেজনা এবং দু'দেশের মধ্যে সম্পর্কের জটিলতা জেরে ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে আর কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেনি। শুধুমাত্র আইসিসি-র কোনও ইভেন্টেই তারা একে অপরের বিরুদ্ধে খেলেছে। তাও নিরপেক্ষ ভেন্যুতে।
২০১৩ সাল থেকে ভারত-পাকিস্তান আইসিসি-র ইভেন্টে মোট ন'বার মুখোমুখি হয়েছে। যেখানে ভারত সাতটি ম্যাচ জিতেছে এবং পাকিস্তান দু'টি জিতেছে। তবে নতুন করে আবার দুই দেশের মধ্যে ক্রিকেট আয়োজন নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। পিসিবি-র চেয়ারম্যান রামিজ রাজার দেওয়া শেষ আপডেট অনুযায়ী, আইসিসি ইভেন্টের বাইরেও ভারত এবং পাকিস্তান- দুই দেশেরই একে অপরের মুখোমুখি হওয়ার একটি সম্ভাবনা দেখা দিয়েছে। কিন্তু এই মুহূূর্তে দাঁড়িয়ে দ্বিপাক্ষিক সিরিজ খেলা কোনও ভাবেই সম্ভব নয়। তবে রামিজ রাজা বুধবার সাংবাদিকদের জানিয়েছেন, যদিও ভারত এবং পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ খেলার সম্ভাবনা ক্ষীণ বলে মনে হচ্ছে, তবে দ্বিপাক্ষিক না হলেও একটি ত্রিদেশীয় সিরিজের আয়োজন করার সম্ভাবনা রয়েছে।
তিনি বলেছেন, ‘পাকিস্তান এবং ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ এই মুহুর্তে অসম্ভব বলে মনে হচ্ছে। তবে আমরা সম্ভবত একটি ত্রিদেশীয় সিরিজে দুই দলকেই খেলতে দেখতে পারি। অন্তত এমনটা আশা করছি।’
এর সঙ্গেই রামিজ জানা জানিয়েছেন, ভারত সরকার সম্ভবত ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ভারতীয় ক্রিকেট দলের নাম প্রত্যাহার করে নেওয়ার নির্দেশ দিতে পারে। যেহেতু সেই ট্রফি পাকিস্তানে হচ্ছে। তবু তিনি বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপর ভরসা রাখছেন। যে কারণে রামিজ রাজা বলেছেন, ‘আন্তর্জাতিক টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোটা সহজ কাজ হবে না। কোনও টুর্নামেন্টের দায়িত্ব কোনও দেশকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু বিভিন্ন ক্রিকেট বোর্ডের মধ্যে এই বিষয়গুলি নিয়েও আলোচনা করা হয়। আমার মতে, ভারত খেলতে আসবে।’
এর সঙ্গেই তিনি যোগ করেছেন, ‘কাজের সূত্রেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আমার ভালো সম্পর্ক রয়েছে এবং আমাদের মধ্যে নিয়মিত যোগাযোগও রয়েছে। যখন দুই প্রাক্তন ক্রিকেটার দেশের ক্রিকেট সংস্থার দায়িত্বে থাকেন, তখন তাঁরা ক্রিকেটের বিষয়গুলিতে বেশি ফোকাস করেন। এবং প্রশাসনিক দৃষ্টিকোণ থেকেও এটি সহজ বিষয় হয়ে ওঠে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।