বাংলা নিউজ > ময়দান > আপত্তিজনক মন্তব্যের জের, রামিজ রাজার হয়ে আকমলকে আইনি নোটিশ ধরাল PCB

আপত্তিজনক মন্তব্যের জের, রামিজ রাজার হয়ে আকমলকে আইনি নোটিশ ধরাল PCB

রামিজ রাজা (PCB)

টি-২০ বিশ্বকাপে বাবর আজমদের পারফর্ম্যান্স নিয়ে ক্রমাগত সমালোচনা করে যাওয়া বাকিরাও পার পাবেন না, এমনটাই ইঙ্গিত পাকিস্তান ক্রিকেট বোর্ডের।

পাকিস্তানের তারকা উইকেটকিপার-ব্যাটসম্যান কামরান আকমলকে আইনি নোটিশ পাঠাল ওদেশের ক্রিকেট বোর্ড। পিসিবি প্রধান রামিজ রাজার হয়েই এই নোটিশ পাঠিয়েছে পিসিবি। বিশ্বকাপে বাবর আজমদের পারফর্ম্যান্স নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার সময় মানহানিকর, মিথ্যা ও আপত্তিজনক কথাবার্তা বলেছেন আকমল, এমনটাই অভিযোগ করা হয়েছে বোর্ডের তরফে।

আপাতত শুধু আকমলকেই নোটিশ ধরানো হয়েছে। তবে পরবর্তী সময়ে টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের পারফর্ম্যান্স নিয়ে সংবাদ মাধ্যম ও নিজেদের ইউটিউব চ্যানেলে বাবর আজমদের ক্রমাগত সমালোচনা করে যাওয়া আরও কয়েকজন প্রাক্তন পাক তারকাকেও আইনি নোটিশ পাঠাবে পিসিবি, এমনটাই জানা গিয়েছে পাক ক্রিকেট বোর্ড সূত্রে।

যদিও আকমলের ঠিক কোন মন্তব্য রামিজ রাজাকে আঘাত করেছে, সে সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি। এ প্রসঙ্গে পাক তারকার ঘনিষ্ট এক সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘আমি জানি না কামরানের বিরুদ্ধে ঠিক কোন অভিযোগ এনেছে ওরা। তবে নোটিশ পাঠানো হয়েছে একারণে যে, পিসিবি চেয়ারম্যানের মনে হয়েছে কামরান তাঁকে নিয়ে মানহানিকর, মিথ্যা ও আপত্তিজনক মন্তব্য করেছেন।’

আরও পড়ুন:- IND vs NZ: উইলিয়ামসনকে কি IPL-এ দলে নেবে গুজরাট? হার্দিক পান্ডিয়া স্পষ্ট জানালেন নিজের ধারণা

পিসিবির অন্দরমহলের এক সূত্র পরে জানিয়েছেন যে, ‘টিম, ম্যানেজমেন্ট, বোর্ড ও চেয়ারম্যানের সমালোচনার সময় কেউ কেউ সীমা পার করেছেন। রামিজ রাজা স্থির করছেন যে, পাকিস্তান ক্রিকেটকে কেউ খাটো করতে চাইলে বা অপমানজনক মন্তব্য করলে আর সহ্য করা হবে না।’

আরও পড়ুন:- IPL 2023: পা ভেঙে মাঠের বাইরে, ম্যাক্সওয়েলকে পাওয়া যাবে আইপিএলে? গুরুত্বপূর্ণ আপডেট দিল RCB

এও জানা গিয়েছে যে, পিসিবির আইনি বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে কেউ সংবাদমাধ্যমে বা নিজেদের ইউটিউব চ্যানেলে পাকিস্তানের ক্রিকেটকে নিয়ে আপত্তিজনক মন্তব্য করলে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার।

বন্ধ করুন