বাংলা নিউজ > ময়দান > লঙ্কায় 2023 Asia Cup-এর আয়োজন নিয়ে তীব্র আপত্তি PCB-র, টুর্নামেন্ট বয়কটের ডাক

লঙ্কায় 2023 Asia Cup-এর আয়োজন নিয়ে তীব্র আপত্তি PCB-র, টুর্নামেন্ট বয়কটের ডাক

নাজাম শেঠি।

নাজাম শেঠি শ্রীলঙ্কায় এশিয়া কাপ স্থানান্তরিত করার পদক্ষেপ নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন। তিনি স্পষ্ট করে দিয়েছেন, সে রকম হলে এশিয়া কাপ বয়কট করবে পাকিস্তান।

পাকিস্তানের ক্রিকেট কর্মকর্তারা এই বছরের এশিয়া কাপ শ্রীলঙ্কায় স্থানান্তরের বিরোধিতা করেছেন। সেই সঙ্গে পিসিবি স্পষ্ট করে দিয়েছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) তাদের প্রস্তাব গ্রহণ না করলে, তারা অশিয়া কাপ বয়কট করার চিন্তাভাবনা শুরু করে দিয়েছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নাজাম শেঠি মঙ্গলবার দুবাইতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কর্মকর্তাদের সাথে দেখা করেন এবং সংযুক্ত আরব আমিরশাহিতে এশিয়া কাপের ভারতের ম্যাচগুলি আয়োজন করার দাবি তোলেন। নাজাম শেঠি শ্রীলঙ্কায় এশিয়া কাপ স্থানান্তরিত করার পদক্ষেপ নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন। তিনি স্পষ্ট করে দিয়েছেন, সে রকম হলে এশিয়া কাপ বয়কট করবে পাকিস্তান।

আরও পড়ুন: বৃষ্টিতে ভাসল বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ, কপাল খুলল প্রোটিয়াদের, সরাসরি ODI WC খেলবেন বাভুমরা

পিসিবি-র এক নির্ভরযোগ্য সূত্র দাবি করেছে যে, ‘পাকিস্তানের সংশোধিত হাইব্রিড মডেলই এশিয়া কাপের জন্য এসিসি-র গ্রহণ করা উচিত, এমন দাবিতেই জোর দিয়েছিলেন নাজাম শেঠি। এবং যদি বেশির ভাগ সদস্যই অন্য কোথাও খেলতে চান, তবে সেটা ২০১৮ এবং ২০২২ সালের মতো সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত হোক। নাজাম শেঠি বিসিসিআই-এর উদ্বেগের কারণগুলি উড়িয়ে দিয়ে এসিসিকে জানিয়েছেন, সেপ্টেম্বরে থেকে নভেম্বর সংযুক্ত আরব আমিরশাহিতে খুব গরমেই ২০২০ সালের আইপিএল হয়েছিল।’

সেই সূত্র আরও যোগ করেছেন, ‘আমি এতটুকু বলতে পারি যে, নাজাম শেঠি একটি নতুন হাইব্রিড মডেলের সময়সূচী দু'পক্ষের কাছেই নিয়ে গেছেন এবং এটি এমন একটি প্রস্তাব, যা তাদের এখন প্রত্যাখ্যান করা উচিত নয়।’

আরও পড়ুন: কোহলি এবং আরসিবি-র খারাপ সময়ে ফের খোঁচা নবীনের- ক্ষোভে ফেটে পড়লেন বিরাট ভক্তরা

সূত্রটি বলেছেন যে, পিসিবি অবাক হয়েছিল, যখন পিছন থেকে বিসিসিআই-এর সমর্থনে এসিসি-র কাছে ২০২৩ এশিয়া কাপ আয়োজনের প্রস্তাব দিয়েছিল শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। সূূত্রে দাবি, ‘এটি অবাক করার মতো ঘটনা ছিল। কারণ এর আগে ফেব্রুয়ারিতে এসিসির শেষ বোর্ড সভায়, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান সকলে মিলে শ্রীলঙ্কার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল এবং পাকিস্তান আয়োজক থাকবে বলে সম্মত হয়েছিল।’

দুবাই যাওয়ার আগে নাজাম শেঠি তাঁর আধিকারিকদের বলেছিলেন যে, এশিয়া কাপ সরানো হলে, সেই উইন্ডোতে এই বছর থেকেই পাকিস্তানে তিন থেকে চার দেশকে নিয়ে ইভেন্ট করার জন্য প্রস্তুতি নিতে শুরু করবেন।

বন্ধ করুন