বাংলা নিউজ > ময়দান > ভারত কেন ICC-র টাকার বড় অংশ পাচ্ছে, রাগে জ্বলছে PCB

ভারত কেন ICC-র টাকার বড় অংশ পাচ্ছে, রাগে জ্বলছে PCB

নাজাম শেঠি।

আইসিসির প্রস্তাব অনুযায়ী তাদের মোট লাভের প্রায় ৪০ শতাংশ(৩৮%) পাবে ভারত। ইংল্যান্ড পাবে ৬.৮৯ শতাংশ অর্থাৎ প্রায় ৩৪০ কোটি টাকা। অস্ট্রেলিয়া পাবে ৬.২৫ শতাংশ,যা ভারতীয় মুদ্রাতে প্রায় ৩০৮ কোটি টাকা। পিসিবি পাবে ৫.৭৫ শতাংশ অর্থাৎ প্রায় ২৮৪ কোটি টাকা পাবে।

শুভব্রত মুখার্জি: ক্রিকেটের ২২ গজ হোক কিংবা ২২ গজের বাইরে- বরাবরের যুযুধান দুই প্রতিপক্ষ ভারত এবং পাকিস্তান। দুই দেশের রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক এই মুহূর্তে তলানিতে। যার সরাসরি প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। দুই দেশ এখন আর একে অপরের বিরুদ্ধে দ্বিপাক্ষিক কোনA সিরিজ খেলে না। সম্প্রতি এশিয়া কাপের আয়োজন নিয়েও সম্মুখ সমরে রয়েছে বিসিসিআই এবং পিসিবি। পাকিস্তান থেকে এশিয়া কাপ সরানোর কথা আগেই জানানো হয়েছে। কারণ ভারত, পাকিস্তানে খেলতে আসবে না। উল্টো পাকিস্তানও হুঁশিয়ারি দিয়ে রেখেছে ভারতকে। এমন আবহেই দুই দেশের সাপে নেউলে সম্পর্কে যেন পরোক্ষে ঘৃতাহুতি করেছে আইসিসির আয়ের বা বলা ভাল লভ্যাংশের শেয়ারের নয়া মডেল। যেখানে পাকিস্তানের আয় আগের থেকে অনেক বেড়েছে। তবে ভারতকে দেওয়া হবে সিংহভাগ শেয়ার। আর তাতেই চটে লাল পিসিবির কর্তা ব্যক্তিরা।

সম্প্রতি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির তরফে একটি প্রস্তাব দেওয়া হয়েছে। যেখানে বিসিসিআই প্রতি বছর ১৮৯৫ কোটি টাকা পেতে পারে আইসিসির থেকে বলে জানা গিয়েছে। ২০২৪ থেকে ২০২৭ পর্যন্ত প্রতি বছর এই টাকা পেতে পারে ভারত। আর এটাই মানতে পারছেন না পিসিবির চেয়ারম্যান নাজম শেঠি। আইসিসির এই 'একপাক্ষিক' সিদ্ধান্তে চটে লাল পিসিবি। যদিও পিসিবির আয় আগের থেকে অনেকটাই বাড়ছে। তার পরেও ভারত কেন ১৮৯৫ কোটি টাকা পাবে এটাই হজম করতে পারছেন না পিসিবির চেয়ারম্যান। নাজম শেঠি বিষয়টি আইসিসিকে পুনরায় ভেবে দেখার কথাও বলেন।

আরও পড়ুন: শেষ ওভারে অসাধ্যসাধন, ICU থেকে ফেরা বাবার কথা মনে করে আবেগপ্লুত মহসিন

আইসিসির প্রস্তাব অনুযায়ী ২০২৪ থেকে ২০২৭ পর্যন্ত প্রতি বছর ১৮৯৫ কোটি টাকা পেতে পারে ভারত। বিষয়টি নিয়ে সংবাদ সংস্থা রয়টার্সকে নাজম জানিয়েছেন, ‘পিসিবি চায় আইসিসি জানাক কী ভাবে এই টাকার ভাগ করা হবে। কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পিসিবি এই সিদ্ধান্তে একেবারেই খুশি নয়। জুন মাসে এই নিয়ে আলোচনা হওয়ার কথা। পুরো তথ্য না জানানো হলে আমরা এই প্রস্তাব মানব না।’ প্রসঙ্গত আইসিসির যে কমিটি এই টাকার ভাগাভাগির অঙ্ক ঠিক করেছে, তাঁর অন্যতম প্রতিনিধি বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ।

নাজম জানিয়েছেন, ‘ভারতের বেশি টাকা পাওয়া উচিত। এই বিষয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু কী ভাবে এই ভাগটা হল তা পরিষ্কার করতে হবে।’ আইসিসির লাভের টাকা বিভিন্ন দেশের বোর্ডকে ভাগ করে দেওয়া হয় দেশগুলোর ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে। সেই টাকা কে কতটা পাবে, তা ঠিক হয় আইসিসি কোন বোর্ডের থেকে কত টাকা লাভ করছে তার ভিত্তিতে।

আরও পড়ুন: স্কুপ খেলতে গিয়ে বল মারলেন উইকেটে, উড়ল স্টাম্প, ঠাকুরের দাপটে অস্তাচলে সূর্য- ভিডিয়ো

বিষয়টি নিয়ে আইসিসির প্রাক্তন প্রেসিডেন্ট এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রধান এহসান মানির বক্তব্য, ‘টাকা সব থেকে বেশি সেখানে দেওয়া হচ্ছে যেখানে এর কোন প্রয়োজন বা দরকার নেই।’ প্রাক্তন ইংল্যান্ড ওপেনার মাইক আথারটন মনে করেন এই ভাবে টাকা ভাগ হলে আর্থিক ভাবে শক্তিশালী বোর্ড আরও শক্তিশালী হবে। ফলে ক্রিকেটের উপর থেকে আগ্রহ হারাবে বলেই তাঁর মত।

উল্লেখ্য আইসিসির প্রস্তাব অনুযায়ী তাদের মোট লাভের প্রায় ৪০ শতাংশ(৩৮%) পাবে ভারত। ইংল্যান্ড পাবে ৬.৮৯ শতাংশ অর্থাৎ প্রায় ৩৪০ কোটি টাকা। অস্ট্রেলিয়া পাবে ৬.২৫ শতাংশ,যা ভারতীয় মুদ্রাতে প্রায় ৩০৮ কোটি টাকা। পিসিবি ৫.৭৫ শতাংশ অর্থাৎ প্রায় ২৮৪ কোটি টাকা পাবে। আইসিসি-র সব অ্যাসোসিয়েট দেশ মিলিয়ে দেওয়া হবে ৫৫১ কোটি টাকা। উল্লেখ্য এই হিসেবের নিরিখে পিসিবির রোজগার আগের থেকে অনেকটাই বাড়ছে। কিন্তু বিসিসিআই-কে লাভের সিংহভাগ দেওয়াটা মানতে পারছেন না তারা।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

২১-এ নন্দীগ্রামে হেরেও তলুকে লিডে তৃণমূল! ২৪-এ ফল আরও ভালো হবে, দাবি অভিষেকের সম্পর্কের বয়স পার করল ৯, কীভাবে শুরু হয়েছিল ঋদ্ধি-সুরঙ্গনার প্রেম TRP তলানিতে, বন্ধ হচ্ছে স্টার জলসার ‘রামপ্রসাদ’, বদলে আসছে নতুন মেগা, কবে থেকে? সলমনের বাড়িতে গুলি চালানোর আগে ৩বার রেইকি হয়,কীভাবে চক্রান্ত করেছিল বন্দুকবাজরা টেটে ফেল করেও ইন্টারভিউ, কোটি কোটি টাকা ঢুকেছে তাপস, কুন্তলের পকেটে: CBI রিপোর্ট T20 WC-এর দলে থকাবেন হার্দিক? ২ ঘণ্টা বৈঠক রোহিত, দ্রাবিড়, আগরকরের- রিপোর্ট ২০২৪ সালে চৈত্র পূর্ণিমা কবে? সঠিক দিন ক্ষণ তিথি স্নান ও পুজোর শুভ সময় জেনে নিন ‘ভাই তুই আর আমাদের জামা পরিস না’,কাকে মিনতি করলেন বিরাটের বন্ধু এবি ডিভিলিয়ার্স! আয়কর নোটিশের বিরুদ্ধে গর্জে উঠল সিপিএম, সীতারাম ইয়েচুরির চিঠি নির্বাচন কমিশনকে বাংলায় BJP-র থেকে পিছিয়ে থাকবে TMC! আসন ধরে ধরে জানুন কে কোথায় জিততে পারে?

Latest IPL News

T20 WC-এর দলে থকাবেন হার্দিক? ২ ঘণ্টা বৈঠক রোহিত, দ্রাবিড়, আগরকরের- রিপোর্ট ‘ভাই তুই আর আমাদের জামা পরিস না’,কাকে মিনতি করলেন বিরাটের বন্ধু এবি ডিভিলিয়ার্স! এয়ারপোর্টে ছেলের মুখ দেখালেন অনুষ্কা, রইল শর্ত! ভামিকা-অকায়কে নিয়ে দেশে ফিরলেন SRH-এর ২৮৭ নিয়ে হইচই, T20-তে এক ইনিংসে ৩০০-র বেশি রান তোলার নজির আছে জানেন কি? ‘সব দোষ একা হার্দিকের নয়’,ডাগ আউটে কোচ বাউচারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মনোজ ১০ বলের বিধ্বংসী ইনিংসে ইতিহাসের পাতায় আবদুল সামাদ, ভারতীয়দের মধ্যে সবার সেরা ‘স্কোরের সামনে ৩ বসালে’…সানরাইজার্স হায়দরাবাদকে নতুন টার্গেট দিলেন হেড ধরমশালায় নতুনভাবে পাতা 'হাইব্রিড' উইকেটেই খেলা হবে চলতি আইপিএলের ম্যাচ একদিনের ব্যবধানে ম্যাচ, তার উপর গরম, বদলাবে KKR-এর একাদশ? বাটলার ফিরবেন RR দলে? 'MI ম্যাচে টসে কীভাবে কারচুপি হয়, দেখালেন ফ্যাফ, হতবাক কামিন্স', আগুনে পড়ল ঘি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.