বাংলা নিউজ > ময়দান > Pakistan vs Hong Kong: শত্রু শিবিরের ক্যাপ্টেনকে ব্যাটিং টিপস বাবরের, গেমপ্ল্যান ফাঁস করলেন নাকি? ভিডিয়ো

Pakistan vs Hong Kong: শত্রু শিবিরের ক্যাপ্টেনকে ব্যাটিং টিপস বাবরের, গেমপ্ল্যান ফাঁস করলেন নাকি? ভিডিয়ো

বাবর আজম ও নিজাকত খান। ছবি- পিসিবি।

Asia Cup 2022-এর ডু-অর-ডাই ম্যাচে মাঠে নামার আগে হংকং অধিনায়ক নিজাকত খানের সঙ্গে দীর্ঘ সময় একান্তে আলোচনা করতে দেখা যায় পাকিস্তান দলনায়ক বাবর আজমকে।

হতে পারে ধারে ও ভারে অনেক এগিয়ে পাকিস্তান, তবে বাবর আজমদের এশিয়া কাপের সুপার ফোরে যাওয়া নির্ভর করছে হংকং ম্যাচের উপরেই। হংকংকে হারালে তবেই পরের রাউন্ডে যাবে পাকিস্তান। কোনও কারণে অঘটন ঘটলে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হবে বাবরদের।

স্বাভাবিকভাবেই হংকং ম্যাচটি মহা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের কাছে। এমন ডু অর ডাই ম্যাচের আগে যেখানে দুই দলের বর্ডারের দুই প্রান্তে থাকা স্বাভাবিক, বাস্তবে দেখা গেল ভিন্ন ছবি। দু'দলের ক্যাপ্টেনের একান্তে বেশ কিছুক্ষণ আলাপচারিতার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন:- Asia Cup 2022: সিনিয়র তারকারা গায়ে হাওয়া লাগালে এমন ফলই প্রত্যাশিত, এশিয়া কাপ থেকে বাংলাদেশের ছিটকে যাওয়ার ৫টি কারণ

উল্লেখযোগ্য বিষয় হল, পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার আগে শত্রু শিবিরের কাণ্ডারীর কাছ থেকে ব্যাটিং টিপস নিতে দেখা যায় নিজাকতকে, যাঁর জন্ম পাকিস্তানেই। বাবরের মতোই নিজাকতও জাতীয় দলের হয়ে ওপেন করেন। স্বাভাবিকভাবেই একজন বিশ্বমানের ওপেনারকে সামনে পেয়ে নিজাকত বাবরের মূল্যবান পরামর্শে নিজেকে সমৃদ্ধ করার সুযোগ হাতছাড়া করতে চাননি।

পাকিস্তানের প্রথম ম্যাচের ফলাফল:
ভারতের বিরুদ্ধে এ-গ্রুপের প্রথম ম্যাচে ৫ উইকেটে পরাজিত হয় পাকিস্তান। প্রথমে ব্যাট করে তারা ১৪৭ রানে অল-আউট হয়ে যায়। মহম্মদ রিজওয়ান ৪৩ রান করেন। পালটা ব্যাট করতে নেমে ভারত ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৪৮ রান তুলে নেয়।

আরও পড়ুন:- England T20 World Cup Squad: চমক বলে চমক! বিশ্বকাপের দল থেকেই কিনা আগ্রাসী ওপেনারকে বাদ দিল ইংল্যান্ড

হংকংয়ের প্রথম ম্যাচের ফলাফল:
পাকিস্তানের মতোই হংকংও গ্রুপের প্রথম ম্যাচে হেরে যায় টিম ইন্ডিয়ার কাছে। শুরুতে ব্যাট করে ভারত ২ উইকেট হারিয়ে ১৯২ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে হংকং ৫ উইকেটে ১৫২ রানে আটকে যায়। ৪০ রানের বড় ব্যবধানে হার মানে হংকং।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন