সোশ্যাল মিডিয়ায় দু'দশক আগের একটি ছবি পোস্ট করে অনুরাগীদের কাছে হরভজন সিংয়ের প্রশ্ন, চিনতে পারছেন ছবিতে কারা রয়েছেন?
আসলে টার্বুনেটর স্মৃতির সরণি বেয়ে পিছন ফিরে যান নিজের অনূর্ধ্ব-১৯ পর্যায়ের ক্রিকেটার জীবনে। ভাজ্জি ১৯৯৮ সালের যুব বিশ্বকাপের সময়কার একটি ছবি পোস্ট করেন টুইটারে। সঙ্গে ছিলেন তত্কালীন দুই পাক ক্রিকেটার। তত্কালীন বলার কারণ, ছবিতে ভজ্জির দুই সঙ্গীর মধ্যে বর্তমানে একজন অন্য দেশের প্রতিষ্ঠিত তারকা।
দক্ষিণ আফ্রিকায় ১৯৯৮ সালের যুব বিশ্বকাপে ভাজ্জি এই ছবিটি তুলেছিলেন পাকিস্তানের হাসান রাজা ও ইমরান তাহিরের সঙ্গে। অনূর্ধ্ব-১৯ পর্যায়ে পাকিস্তানের হয়ে মাঠে নামা তাহির পরে দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেন।
হরভজন সংক্ষিপ্ত ক্যাপশনে লেখেন, ‘চিনতে পারলে মানব… ১৯৯৮-৯৯ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সময়কার (ছবি)।’
হরভজন ভারতের হয়ে ১০৩টি টেস্ট খেলেছেন। ৪১৭টি উইকেট নেওয়ার পাশাপাশি ২২২৪ রানও রয়েছে তাঁর ঝুলিতে। ২৫বার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ভাজ্জি। ব্যাট হাতে ২টি সেঞ্চুরি ও ৯টি হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। এছাড়া ২৩৬টি ওয়ান ডে ম্যাচে হরভজন নিয়েছেন ২৬৯টি উইকেট। ২৮টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে তিনি সংগ্রহ করেছেন সাকুল্যে ২৫টি উইকেট।