শুভব্রত মুখার্জি: দেশের প্রভাবশালী নেতার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন চিনের টেনিস তারকা পেং শুয়াই। তারপর থেকেই দীর্ঘদিন তার কোনও রকম খোঁজ পাওয়া যাচ্ছিল না। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছিলেন কিংবদন্তি টেনিস তারকা আমেরিকার সেরেনা উইলিয়ামস থেকে শুরু করে নোভাক জকোভিচ সহ একাধিক তারকারা। উদ্বিগ্ন ছিল ডব্লুটিএর মতন সংস্থাও। সেই পেং শুয়াই এবার কার্যত ইউ টার্ন নিয়ে যৌন হেনস্থার অভিযোগের কথা আপাতত অস্বীকার করলেন।
পেং শুয়াইয়ের দাবি তিনি কখনও কারোর উদ্দেশ্যে যৌন হয়রানির অভিযোগ আনেননি। তার সোশ্যাল মিডিয়ার পোস্টকে ভুল বোঝা হয়েছে। উল্লেখ্য ৩৫ বছর বয়সী পেং উইম্বলডন এবং ফ্রেঞ্চ ওপেনের প্রাক্তন ডাবলস চ্যাম্পিয়ন। চিনের সোশ্যাল মিডিয়া ওয়েইবোতে পেং জানিয়েছিলেন ভাইস-প্রেমিয়ার ঝাঙ্গ গাওলি তাকে জোর করে যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করেছিলেন। তারপর থেকেই প্রায় তিন সপ্তাহ আর জনসমক্ষে পেংকে দেখা যায়নি।
সিঙ্গাপুরের মিডিয়া আইটলেট লিয়ানহে জাওবাওতে একটি বার্তায় পেং জানিয়েছেন ‘একটা জিনিস পরিষ্কার করে বুঝতে হবে আমি কখনও বলিনি বা লিখিনি যে কেউ আমাকে যৌন হেনস্থা করেছে।’ উল্লেখ্য প্রথমে অভিযোগের পরবর্তীতে পেং-এর তরফে একটি ইমেল ডব্লুটিএকে করা হয় বলে দাবি করা হয়েছিল। সেখানে লেখা হয় তার আগের অভিযোগ মিথ্যা ছিল। তিনি বাড়িতে বিশ্রাম নিচ্ছেন। পরবর্তীতে ডব্লুটিএ প্রধান সাইমন জানিয়েছেন এই মেলের সত্যতা নিয়ে তিনি সন্দিহান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।