প্রাক্তন গ্র্যান্ড স্ল্যাম জয়ী টেনিস তারকা পেং সুয়াইকে নিয়ে গোটা বিশ্ব উত্তাল। গত মাসের শুরুতেই পেং চিনের এক উচ্চপদস্থ নেতার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন। তারপর থেকেই জনসমক্ষে আর তাঁকে দেখা যায়নি। এই গোটা বিষয়ে স্বচ্ছতার অভাবেই চিনে আপাতত কোনো ধরনের টুর্নামেন্ট আয়োজন করা হবে না বলে জানিয়ে দিয়েছেন ডব্লুটিএ (ওমেন্স টেনিস অ্যাসোসিয়েশন) চেয়ারম্যান এবং সিইও স্টিভ সিমন।
পেং চিনের প্রাক্তন ভাইস প্রিমিয়র জাং গাউলির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ২ নভেম্বর তাঁকে যৌন হেনস্থা করার অভিযোগ আনেন। মুহূর্তের মধ্যেই সেই পোস্ট ডিলিটও করে দেওয়া হয়। এরপর থেকেই পেংকে নিয়ে চিন্তা বাড়ে গোটা বিশ্বের। টেনিস তারকা সেরেনা উইলিয়ামসসহ অনেকেই তাঁকে সামনে আনার জন্য আওয়াজ তোলেন। ডব্লুটিএ-র তরফেও চিনের মানবাধিকার লঙ্ঘনের তীব্র প্রতিবাদ জানানো হয়। এখনও ২০২২ সালের টেনিস ক্যালেন্ডার ঘোষণা না করা হলেও পেং কান্ডের ভিত্তিতেই সব ধরনের টুর্নামেন্স ওই দেশ থেকে বাতিল করার কথা বলা হয়েছে।
বুধবার ১ ডিসেম্বর এক বিবৃতিতে সিমন জানান, ‘সঠিক বুদ্ধিতে কোনোভাবেই আমরা আমাদের অ্যাথলিটদের ওখানে গিয়ে টুর্নামেন্ট খেলার জন্য অনুরোধ করতে পারি না। বিশেষত যেখানে পেং সুয়াইকে নিজের ইচ্ছেমতো সকলের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না এবং তাঁর আনা যৌন হেনস্থার অভিযোগ থেকে সরে আসতে তাঁর ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে, ২০২২ সালে চিনে টুর্নামেন্ট আয়োজিত হলে আমাদের কর্মচারী এবং খেলোয়াড়দের নিরপত্তা নিয়েও আমি বিশাল চিন্তিত।’ প্রসঙ্গত, চিনে ডব্লুটিএ ফাইনালসহ বছরে মোটামুটি ১০টি টুর্নামেন্ট আয়োজিত হয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।