বাংলা নিউজ > ময়দান > Ranji Trophy: এরপর ক্রিকেট না খেললে কোনও সমস্যা নেই, ফিজিওকে এমনটাই বলেন হনুমা

Ranji Trophy: এরপর ক্রিকেট না খেললে কোনও সমস্যা নেই, ফিজিওকে এমনটাই বলেন হনুমা

চলতি রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে মধ্যপ্রদেশের বিরুদ্ধে নক করার সময় এক হাতে শট খেলেন হনুমা বিহারী।

চোট নিয়ে ব্যাট করতে নামেন হনুমা বিহারী। ডান হাতে নয়, বাঁ হাতে ব্যাটিং করেন তিনি। শুধু তাই নয়, এক হাত দিয়ে শট খেলতে দেখা যায় তাঁকে। কিন্তু ব্যাট করতে নামার আগে তাঁকে অনেকবার বারণ করেন দলের ফিজিও। কিন্তু হনুমা শোনেননি তাঁর কথা। 

সবে মাত্র শেষ হয়েছে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল পর্ব। শেষ আটের একটি ম্যাচে মুখোমুখি হয় অন্ধ্রপ্রদেশ ও মধ্যপ্রদেশ। সেই ম্যাচে অবাক কাণ্ড ঘটান অন্ধ্রপ্রদেশের হয়ে খেলা ভারতীয় টেস্ট দলের ক্রিকেটার হনুমা বিহারী। তাঁর কব্জির চোট থাকা সত্ত্বেও অন্ধপ্রদেশের হয়ে দু'বার ব্যাট করতে নামেন তিনি। একটা সময় দেখা গেল এক হাতে শট মারছেন তিনি। অন্ধ্রের স্কোরকার্ডে মূল্যবান রান যোগ করার জন্য এক হাতে ব্যাট করার সাহস দেখান হনুমা। দলের প্রতি তাঁর এই ভালোবাসা ও খেলার প্রতি শ্রদ্ধা প্রশংসিত হচ্ছে বিভিন্ন মহলে। তবে এই প্রথম নয় জাতীয় দলের হয়ে অস্ট্রেলিয়ায় পায়ের চোট নিয়ে খেলেন তিনি। হারের মুখ থেকে বাঁচিয়েছিলেন ভারতীয় দলকে।

ম্যাচের পরে হনুমা ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়ার সঙ্গে এই ম্যাচের বিষয়ে কথা বলেন। সেখানে উঠে আসে তাদের দলের ফিজিও বারংবার ব্যাট করতে না নামার কথা বলেন। কিন্তু তিনি তাঁর কথা শোনেননি। বিহারী বলেন, ‘যখন আমি বলেছিলাম নেমে ব্যাট করতে চাই, তখন ফিজিও আমাকে কমপক্ষে দশবার বলেছিল যে ব্যাট করার সময় যদি আবার হাতে আঘাত লাগে তাহলে আমার কেরিয়ার ঝুঁকির মুখে পড়তে পারে। আমি ফিজিওকে বলি এই ম্যাচের পরে আমি ক্রিকেট না খেললেও কোনও সমস্যা নেই। তবে আমি যদি এই ম্যাচে অন্ধ্রের হয়ে হাল ছেড়ে দিই তবে এটি চিরকাল আমার হৃদয়ে গেঁথে থাকবে।’

তিনি আরও বলেন, ‘এটা একটা কোয়ার্টার ফাইনাল ম্যাচ যা অন্ধের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সেই ম্যাচে আমি ব্যাট করতে পারব না তা ভেবে খুব খারাপ লাগছিল। তাই কিছু পরেই খেলার সিদ্ধান্ত নেই। তখন আমার মাথায় এটা ঘুরপার খাচ্ছিল, দলের জন্য যদি দশ রানও যোগ করতে পারি তাও অনেক গুরুত্বপূর্ণ হবে।’

ভারতের হয়ে ১৬টি টেস্ট ম্যাচ খেলেছেন অন্ধ্রপ্রদেশের এই ব্যাটার। যদিও এখন জাতীয় দলের থেকে বাইরে রয়েছেন তিনি। শেষ ম্যাচ খেলেছেন গত বছর জুলাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে। জাতীয় দলে কামব্যাক করতে মরিয়া তিনি। হনুমা বলেন, ‘অবশ্যই কিছুটা হতাশা আছে। তবে আমার কাজ হবে ঘরোয়া ক্রিকেটে আরও বেশি রান করা। আমার আত্মবিশ্বাস আছে আমি যদি ঘরোয়া ক্রিকেটে এক বা দুই মরশুমে বড় রান করি এবং আমার দলের হয়ে ম্যাচ জিততে পারি, তাহলে আমি আবার ভারতের হয়ে নিজেকে প্রমাণ করার সুযোগ পাব।’

বন্ধ করুন