পাটনা পাইরেটসকে হারিয়ে এ মরশুমের প্রো কাবাড্ডি লিগের চ্যাম্পিয়ন হল দাবাং দিল্লি কেসি। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাতে এক টানটান ম্যাচে ৩৭-৩৬ স্কোরলাইনে জিতে খেতাব নিজেদের নামে করে রাজধানীর দল।
তিন বারের পিকেএল চ্যাম্পিয়ন পাটনার বিরুদ্ধে ফাইনালে দিল্লির এক নয়, দুই খেলোয়াড় সুপার ১০ করতে সক্ষম হন। রেডার নবীন কুমার ১৩ পয়েন্ট এবং অলরাউন্ডার বিজয় ১৪ পয়েন্ট অর্জন করেন। টানটান এই ম্যাচে শুরু থেকেই রেডাররা নিজেদের দাপট দেখান। ফাইনালের মতো ম্যাচের চাপের কারণেই হয়তো দুই দলের ডিফেন্ডাররা একটু বেশিই রক্ষণাত্মক ভঙ্গিমায় ম্যাচটা শুরু করেন এবং প্রতিপক্ষকে টাচ পয়েন্টের বদলে বোনাস নেওয়ার সুযোগ করে দেন।
ম্যাচের প্রথম সফল ট্যাকেল আসতে আসতে সাত মিনিট কেটে যায়। ম্যাচের ১১ মিনিটে দিল্লিই প্রথম অল আউট হয়। তবে দিল্লির নবীন কুমররা কিছুটা কামব্যাক করে ১৫-১৭ ব্যবধানে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে। দ্বিতীয়ার্ধে ঘড়িতে আর ১০ মিনিট বাকি থাকা অবস্থাতেও দুই দল একদম সমান সমান (২৪-২৪) ছিল। তবে তার পরপরই পাটনাকে অল আউট করে ব্যবধান কিছুটা বাড়িয়ে নেয় দিল্লি। শেষমেশ দিল্লির অভিজ্ঞ রক্ষণভাগের দৌলতে কোনোক্রমে ১ পয়েন্টে ম্যাচ তথা খেতাব জিতে নেয় দাবাং দিল্লি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।