মেয়েদের জুনিয়র এশিয়া কাপ হকিতে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এনিয়ে টানা ২ বার চ্যাম্পিয়ন হল তারা। সোমবার এই কারণে গোটা দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নেমে অসাধারণ পারফরম্যান্স করে ভারতের মেয়েরা। ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল চিন। এর আগে গ্রুপ পর্বের ম্যাচে তাদের কাছে পরাজিত হতে হয়েছিল ভারতকে। এমনিতেও চিন এই প্রতিযোগিতার ইতিহাসে অন্যতম সফল দল। সব থেকে বেশিবার মেয়েদের জুনিয়র এশিয়া কাপের ফাইনালে ওঠে চিন। তারা চ্যাম্পিয়ন হয় ২০০৪, ২০১২ ও ২০১৫ সালে। অন্য দিকে এই নিয়ে তিনবার টুর্নামেন্টের ফাইনালে ওঠে ভারত। যার মধ্যে শেষ ২ বার চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ে তারা।
রবিবার ফাইনালে চিনকে শুট আউটে ৩-২ ব্যবধানে পরাজিত করে ভারত। ম্যাচের প্রথমার্ধে ভারত ০-১ গোলে পিছিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে ম্যাচে সমতা ফেরায় ভারতীয় দল। শুট আউট ৩টি সেভ করে জয়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন গোলকিপার নিধি। এরপরেই সোমবার নিজের এক্স হ্যান্ডেলে দেশের প্রধানমন্ত্রী ভারতীয় জুনিয়র মহিলা হকি দলকে অভিনন্দন জানিয়ে একটি টুইট করেন। তিনি লেখেন, ‘ভারতীয় জুনিয়র মহিলা হকি দলকে অভিন্দন এশিয়া কাপ ট্রফি জেতার জন্য। দলটি অপরিসীম দৃঢ়তা এবং সংকল্পের পরিচয় দিয়েছে। এই জয় হকির জনপ্রিয়তা বৃদ্ধির দিক নির্দেশ করছে। বিশেষ করে যুব সম্প্রদায়ের মধ্যে। ভবিষ্যতের জন্য শুভকামনা রইল।’
উল্লেখ্য, ফাইনালের প্রথম কোয়ার্টারে কোনও দলই কোন গোল করতে পারেনি। দ্বিতীয় কোয়ার্টারের একদম শেষ দিকে একটি গোল করে চিন। খেলার ৩০ মিনিটের মাথায় চিনের হয়ে গোল করেন তান জে। এরপর ৪১ মিনিটে কণিকার গোলে ম্যাচে সমতা ফেরায় ভারত। শুট আউটে ভারতের হয়ে গোল করেন সাক্ষী, ইশিকা ও সুনেলিতা। গোটা প্রতিযোগিতায় ভারতের হয়ে ১২টি গোল করেন দীপিকা। তিনি ৫টি ফিল্ড গোল করেন। পেনাল্টি স্ট্রোক থেকে গোল করেন ২টি এবং ৫টি গোল করেন পেনাল্টি কর্নার থেকে। এশিয়া কাপের ৬ ম্যাচের মধ্যে বাংলাদেশ, মালয়েশিয়া ও থাইল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে হ্যাটট্রিক করেন দীপিকা। চিনকে হারিয়ে মেয়েদের জুনিয়র এশিয়া কাপের খেতাব ধরা রাখার জন্য ইতিমধ্যেই হকি ইন্ডিয়ার তরফে খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছে। প্রত্যেক প্লেয়ারকে ২ লক্ষ টাকা করে এবং সার্পোর্ট স্টাফদের ১ লক্ষ টাকা করে পুরস্কার দেওয়া হবে বলা জানা গেছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।