অলিম্পিক্সের মধ্যেই উঠে আসছেন দেশের আগামী প্রজন্মের কুস্তিগিররা। বিশ্ব ক্যাডেট চ্যাম্পিয়নশিপে পাঁচটি সোনা-সহ ১৩ টি পদক জিতেছেন তাঁরা। সেজন্য ভারতীয় ক্রীড়াবিদদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সোমবার টুইটারে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের ক্রীড়াবিদরা দেশকে গর্বিত করে চলেছে। হাঙ্গেরির বুদাপেস্টে বিশ্ব ক্যাডেট চ্যাম্পিয়নশিপে পাঁচটি সোনা-সহ ১৩ টি পদক জিতেছে ভারত। আমাদের দলকে অভিনন্দন এবং ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাচ্ছি।’
গত রবিবার ৭৩ কেজি বিভাগের ফাইনালে ৫-০ ব্যবধানে জিতে সোনা ছিনিয়ে নিয়েছেন প্রিয়া মালিক। যিনি ২০১৯ সালে পুণেতে আয়োজিত 'খেলো ইন্ডিয়ায়' সোনা জিতেছিলেন। দিল্লিতে ১৭ তম স্কুল গেমসেও জিতেছিলেন সোনা। এছাড়াও ফ্রি-স্টাইল দলের মধ্যে তন্নু, কমল, আমন গুলিয়া, সাগর জাগলন এবং জয়দীপ সোনা জিতেছেন। জসকরণ সিং এবং ভারতীয় মহিলা দল জিতেছেন রুপো। ব্রোঞ্জ গিয়েছে অঙ্কিত গুলিয়া, বর্ষা এবং সাহিলের ঝুলিতে।
তবে প্রিয়ার সেই সোনা জয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়েছিল। টোকিয়োয় মীরাবাঈ চানুর রুপো জয়ের রেশ থাকার মধ্যে বিশ্ব ক্যাডেট চ্যাম্পিয়নশিপে প্রিয়া সোনা জেতায় অনেকে দাবি করতে থাকেন, অলিম্পিক্সে সোনা জিতেছেন তিনি। সেই ভুলের জালে জড়িয়ে যান অনেকেই। পরে সত্যিটা বুঝতে পারেন তাঁরা। আপাতত টোকিয়ো অলিম্পিক্সে ভারত একটিই পদক জিতেছে। চানুর রুপো জয়ের পর থেকে ভারতের ঘরে এখনও পর্যন্ত কোনও পদক ঢোকেনি। সবথেকে বেশি হতাশ করেছে শুটিং দল। ব্যাপক প্রত্যাশা সত্ত্বেও সেখান থেকে একটিও পদক আসেনি। পদকের জন্য আপাতত হকি, কুস্তির মতো প্রতিযোগিতার দিকে তাকিয়ে আছেন ভারতীয়রা।