বাংলা নিউজ > ময়দান > PM Modi likely to toss in IND vs AUS test: আমদাবাদ টেস্টে টস করবেন মোদী! নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে গড়বেন নজির- রিপোর্ট

PM Modi likely to toss in IND vs AUS test: আমদাবাদ টেস্টে টস করবেন মোদী! নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে গড়বেন নজির- রিপোর্ট

নরেন্দ্র মোদী। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স)

PM Modi likely to toss in IND vs AUS test: শুক্রবার আমদাবাদে ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট শুরু হবে। সেই টেস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টস করতে পারেন বলে দাবি করা হয়েছে। এমনিতে ক্রিকেটের নিয়ম অনুযায়ী, কয়েন ‘ফ্লিপ’ করা বা শূন্যে ভাসানোর কথা ভারতের অধিনায়ক রোহিত শর্মার।

আমদাবাদ টেস্টে কি টস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? এমনই জল্পনা তুঙ্গে উঠেছে। বিষয়টি নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বা বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের অফিসিয়াল ওয়েবসাইটে একটি সাক্ষাৎকারের প্রতিলিপিতে তেমনই জানানো হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী সে বিষয়ে আপাতত কিছু জানাননি।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর ওয়েবসাইটে যে রেডিয়ো সাক্ষাৎকারের প্রতিলিপি প্রকাশ করা হয়েছে, তাতে অ্যালবানিজের বয়ানে বলা বয়েছে যে ‘প্রচণ্ড চাপ আছে। কারণ আমি এবং প্রধানমন্ত্রী মোদী (ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্টে) টস করব।’ সেই মন্তব্যের প্রেক্ষিতে দুই সঞ্চালক প্রশ্ন করেন, 'কীভাবে দু'জন একটি কয়েন টস করবেন? কীভাবে সেটা হবে?' জবাবে অজি প্রধানমন্ত্রী বলেন, 'আমার কোনও ধারণা নেই যে কীভাবে সেটা হবে। তবে উনি (মোদী) হোম টিমের প্রধানমন্ত্রী। তাই আমার মনে হয়, উনিই (মোদী) কয়েন ফ্লিপ করবেন।'

আরও পড়ুন: IND vs AUS: বাইরের লোক কী বলল যায় আসে না- শাস্ত্রীর ‘আত্মতুষ্টি’ মন্তব্যের কড়া জবাব রোহিতের

পুরো বিষয়টি স্রেফ প্রতীকী হিসেবে করা হবে নাকি ওটাই মূল টস হবে, তা অবশ্য স্পষ্ট করেননি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। সেইসঙ্গে মোদী যদি কয়েন ‘ফ্লিপ’ করেন, তাহলে অ্যালবানিজ ‘কল’ করবেন কিনা, তা নিয়ে ধোঁয়াশা আছে। তবে বিষয়টি নিয়ে বিসিসিআই, আইসিসি এবং অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের তরফেও কোনও মন্তব্য করা হয়নি। সংশ্লিষ্ট মহলের মতে, পুরো বিষয়টি আগামিকাল নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টসের সময়ই বোঝা যাবে। 

আরও পড়ুন: IND vs AUS, 4th Test: ভরতের পরিবর্তে ইশান? সিরাজ বাদ? কী হবে টিম ইন্ডিয়ার একাদশ?

এমনিতে ক্রিকেটের নিয়ম অনুযায়ী, কয়েন ‘ফ্লিপ’ করা বা শূন্যে ভাসানোর কথা ভারতের অধিনায়ক রোহিত শর্মার। তারপর ‘হেড’ বা ‘টেল’ কল করার কথা অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। যিনি অস্ট্রেলিয়ার স্থায়ী অধিনায়ক প্যাট কামিন্স দেশে ফিরে যাওয়ার পর ইন্দোর টেস্টে নেতৃত্ব দিয়েছেন। আমদাবাদ টেস্টেও অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন্সি করবেন।

কড়া নিরাপত্তা আমদাবাদে

ভারত এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আসবেন বলে আমদাবাদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম। ৩,০০০-র বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। সাদা পোশাকের পুলিশও মোতায়েন থাকবেন।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন