ফ্রান্সের অ্যাথলিট অ্যান্থনি আম্মিরাতি পেলেন মোটা অঙ্কের পর্ন চুক্তির প্রস্তাব। বলা হচ্ছে এই ক্রীড়াবিদকে $2,50,000 অর্থাৎ ২.০৯ কোটি টাকা মূল্যের একটি পর্ন চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে। ফ্রান্সের অ্যাথলিট অ্যান্থনি আম্মিরাতিকে কেন এবং কারা তাঁকে এই পর্ন চুক্তির অফার দিয়েছেন? চলুন জানা যাক সম্পূর্ণ তথ্য।
এই ক্রীড়াবিদ একটি পর্ণ চুক্তি পেয়েছিলেন
আসলে, ফরাসি পোল ভল্টার অ্যান্থনি আম্মিরাতিকে একটি পর্ন চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে, যা গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ২১ বছর বয়সি পোল জাম্পার অ্যান্থনি আম্মিরাতি ৩ অগস্ট শনিবার পুরুষদের পোল ভল্ট ইভেন্টের যোগ্যতা রাউন্ডে অংশ নিয়েছিলেন, কিন্তু তিনি ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হন। এর পরে তার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়ে যায়।
অ্যাথলিট ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি কারণ তার পুরুষাঙ্গ বারের সঙ্গে ধাক্কা খায়। এই ঘটনাটি ঘটেছিল অ্যান্থনি আম্মিরাতির তিনটি প্রচেষ্টার মধ্যে দ্বিতীয়বারে। ভিডিয়োতে দেখা যাচ্ছে যে তার যৌনাঙ্গ বারে আঘাত করে এবং তিনি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হন। আসলে পুরুষাঙ্গের ধাক্কায় অলিম্পিক্সে পদক জয়ের স্বপ্ন ভেঙে গেল ফ্রান্সের অ্যান্থনি আম্মিরাতির? প্যারিস অলিম্পিক্সে পুরুষদের পোলভল্টের কোয়াফিকেশন রাউন্ডে যা ঘটল, তা দেখে এমনই দাবি করেছেন অনেকে। সেই ভিডিয়োও ভাইরাল হয়ে গিয়েছে।
নেটিজেনদের মতে, যে উচ্চতা পার করলে পোলভল্টের ফাইনালে উঠতে পারতেন ফ্রান্সের অ্যাথলিট, সেটা প্রায় পার করে ফেলছিলেন। কিন্তু পুরুষাঙ্গের ধাক্কায় ‘বার’ পড়ে যায়। তার ফলে ফাইনালেই কোয়ালিফাই করতে পারেননি ফ্রান্সের অ্যাথলিট। আর সেই ভিডিয়ো দেখে নিজেদের হাসি থামাতে পারেননি নেটিজেনদের একাংশ। বিচিত্র সব মন্তব্যও করা হয়েছে।
আরও পড়ুন… Paris Paralympics 2024 Day 3: ভারতের ঝুলিতে পঞ্চম পদক, রুবিনার সাফল্যে ইন্ডিয়া ২২ নম্বরে
হেরে যাওয়ার পর বড় অফার দিল এই কোম্পানি
পোল ভল্টার অ্যান্থনি আম্মিরাতির প্যারিস অলিম্পিক্সের এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যা দেখে মানুষ হাসি থামাতে পারেননি। কিন্তু এখন তা বিস্ময়কর হয়ে উঠেছে। এই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর, অ্যান্থনি আম্মিরাতিকে পর্নোগ্রাফি ওয়েবসাইট ক্যামসোডা থেকে একটি অশ্লীল চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, প্যারিস অলিম্পিক্সে পদক জিততে ব্যর্থ হলেও ক্যামসোডা অ্যান্থনি আম্মিরাতিকে একটি বড় অফার দিয়েছে, যা তাঁকে ধনী করে তুলতে পারে।
আরও পড়ুন… DPL 2024: ৬ বলে ছয়টা ছক্কা! যুবরাজকে ছুঁলেন প্রিয়াংশ! ২০ ওভারে ৩০৮/৫ রান তুলল দক্ষিণ দিল্লি
বর্তমানে অ্যান্থনি আম্মিরাতি এই অফারের প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেননি-
ক্যামসোডার ভাইস প্রেসিডেন্ট ড্যারিন পার্কার একটি ব্রিটিশ সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেন, ‘যদি এটা আমার উপর নির্ভর করত, আমি অন্য সবাই যা দেখেছি তার জন্য আমি অ্যান্থনি আম্মিরাতিকে পুরস্কার দিতাম। ক্রোচ-কেন্দ্রিক ক্রিয়াকলাপের প্রেমিক হিসাবে আমি আপনাকে ৬০ মিনিটের ওয়েবক্যাম শোয়ের বিনিময়ে $250,000 পর্যন্ত অফার করতে চাই, যেখানে আপনি আপনার যৌনাঙ্গ প্রদর্শন করবেন।’
অ্যান্থনি আম্মিরাতি টিএমজেডকে বলেছেন, ‘আমি কিছুটা হতাশ কারণ আমি 5.70 মিটারে তৃতীয় প্রচেষ্টায় কিছু মিস করিনি। আমি যা মিস করেছি তা হল সেটিংস সূক্ষ্ম-টিউন করার জন্য প্রশিক্ষণে কিছুটা ঝাঁপিয়ে পড়া। শুধু একটি প্রযুক্তিগত অধিবেশন।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।