ছয় বলে ৬ ছক্কা, ১১ বলে হাফ-সেঞ্চুরি, যুবরাজের স্মৃতি ফেরালেন অনামি ভারতীয় ক্রিকেটার: ভিডিয়ো
1 মিনিটে পড়ুন . Updated: 05 Jun 2022, 04:01 PM IST- মাত্র ১৯ বলে ৮৩ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেন ডানহাতি ব্যাটসম্যান।
যে কোনও পর্যায়ের ক্রিকেটেই ছয় বলে ৬টি ছক্কা মারা সহজ কাজ নয়। গুটিকয়েক ব্যাটসম্যান প্রথম সারির ক্রিকেটে এমন কৃতিত্ব অর্জন করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তো এমন ব্যাটসম্যানের সংখ্যা হাতে গোনা। তবে ঘোরায়া ক্রিকেটে এক ওভারের ৬টি বলে ৬টি ছক্কা হাঁকানো ব্যাটসম্যানেদর তালিকায় নাম তুলে ফেললেন কৃষ্ণ পান্ডে।
পন্ডিচেরি টি-১০ লিগে রয়্যালস বনাম প্যাট্রিয়টস ম্যাচে এমন কাণ্ড ঘটিয়ে বসেন কৃষ্ণ। টস জিতে শুরুতে ব্যাট করতে নামে রয়্যালস। তারা ১০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৫৭ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। আর রঘুপতি ৪টি চার ও ১০টি ছক্কার সাহায্যে ৩০ বলে ৮৪ রান করে অপরাজিত থাকেন।
এছাড়া প্রিয়ম আশীষ ১টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১৮ বলে ৩০ রান করেন। ৩টি ছক্কার সাহায্যে ৮ বলে ১৯ রান করেন সন্তোষ কুমারন। ২টি উইকেট নেন এস পরমেশ্বরন।
জবাবে ব্যাট করতে নেমে প্যাট্রিয়টস জয়ের দোরগোড়ায় গিয়ে থেমে যায়। তারা ১০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৫৩ রানে আটকে যায়। ৪ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জেতে রয়্যালস।
প্যাট্রিয়সের হয়ে ২টি চার ও ১২টি ছক্কার সাহায্যে মাত্র ১৯ বলে ৮৩ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলে আউট হন কৃষ্ণ পান্ডে। ইনিংসের ষষ্ঠ ওভারে নিতেশ ঠাকুরের এক ওভারে ৬টি ছক্কা হাঁকান তিনি। পরপর পাঁচটি বলে পাঁচটি ছক্কা মারার পরে একটি ওয়াইড বল হয়। পরে শেষ বলেও সজোরে ব্যাট চালান পান্ডে। বল ঠিক মতো কানেক্ট হয়নি ব্যাটে। তা সত্ত্বেও থার্ডম্যান বাউন্ডারির বাইরে চলে যায় বল। কৃষ্ণ ৮টি ছক্কার সাহায্যে মাত্র ১১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন।