বাংলা নিউজ > ময়দান > ব্রিসবেন হিটের সতীর্থদের নাচ শেখালেন পুনম যাদব, ভাইরাল হল ভিডিয়ো

ব্রিসবেন হিটের সতীর্থদের নাচ শেখালেন পুনম যাদব, ভাইরাল হল ভিডিয়ো

পুনম যাদবের নাচের ক্লাস।

বিগ ব্যাশ লিগে ব্রিসবেন হিটের হয়ে খেলছেন পুনম যাদব। এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত পয়েন্ট তালিকায় ভালো জায়গায় রয়েছে পুনমের টিম। ১০ ম্যাচের মধ্যে তারা ৬টিতে জিতেছে। ৩টি ম্যাচ হেরেছে।

বিগ ব্যাশ লিগ খেলতে গিয়ে একেবারে ফুরফুরে মেজাজে রয়েছেন পুনম যাদব। দলের সতীর্থদের সঙ্গে হইহই করে খেলছেন। তাদের নাচ শেখাচ্ছেন। একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলেছে। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, ব্রিসবেন হিটের সতীর্থদের নাচের স্টেপ শেখাচ্ছেন পুনম। তাঁকে ঘিরে ধরে নাচের স্টেপ শিখছেন তাঁর সতীর্থরা। কোমর দুলিয়ে দুলিয়ে নাচছিলেন সবাই।

বিগ ব্যাশ লিগে ব্রিসবেন হিটের হয়ে খেলছেন পুনম যাদব। এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত পয়েন্ট তালিকায় ভালো জায়গায় রয়েছে পুনমের টিম।  ১০ ম্যাচের মধ্যে তারা ৬টিতে জিতেছে। ৩টি ম্যাচ হেরেছে। একটি ম্যাচে পয়েন্ট ভাগাভাগি হয়েছে। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ১৩। এই মুহূর্তে লিগ তালিকার দুইয়ে রয়েছে তারা। মঙ্গলবার ব্রিসবেন হিট ৮ উইকেটে হারায় সিডনি সিক্সারসকে।

টসে জিতে সিডনি সিক্সারস প্রথমে ব্যাটিং নিয়েছিল। তিনে ব্যাট করতে নেমে অ্যাসলেঘ গার্ডনার ৫২ বলে ৮৬ করেন। চারে ব্যাট করতে নেমে ২৪ বলে ৩৮ রান করে তাঁকে যোগ্যসঙ্গত করেন নিকোলে বোল্টন। এই জুটির জন্যই ২ উইকেট হারিয়ে ১৫৯ রান করে সিডনি।

জবাবে ব্যাট করতে নেমে ১৮.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬২ রান করে ব্রিসবেন হিটের মেয়েরা। গ্রেস হ্যারিস ৩৯ বলে ৫৪ রান করেন। জিয়োরজিয়া ভোল ৪১ বলে অপরাজিত ৪৮ রান করেন। ১৫ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন লৌরা কিমিনসে। ৯ বল বাকি থাকতেই ৮ উইকেটে ম্যাচ জিতে যায় ব্রিসবেন হিট।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন