গত টি-২০ বিশ্বকাপে ভারতের ব্যর্থতার পরেও বোর্ড সভাপতি হিসেবে বরাবর কোহলিদের পাশে দাঁড়িয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দলের পারফর্ম্যান্স নিয়ে মোটেও সমালোচনার রাস্তায় হাঁটেননি তিনি। আরও একবার সৌরভের মুখে শোনা গেল বিশ্বকাপের প্রসঙ্গ। যদিও এবার দলের ব্যর্থতায় নিজের হতাশা প্রকাশ করতে দেখা যায় বিসিসিআই সভাপতিকে।
Backstage with Boria শো-এ সৌরভ স্পষ্ট জানান যে, গত চার-পাঁচ বছরের মধ্যে ভারত সবথেকে খারাপ ক্রিকেট খেলেছে এবারের বিশ্বকাপেই। তিনি এও দাবি করেন, ভারতীয় দল নিজেদের ক্ষমতার মাত্র ১৫ শতাংশ মেলে ধরেছে টুর্নামেন্টে। যদিও ভারতীয় দলের ব্যর্থতার জন্য নির্দিষ্ট কোনও কারণ উল্লেখ করেননি সৌরভ। বরং তাঁর উপলব্ধি, বড় মঞ্চে মাঝে মাঝে এমনটা হয়েই থাকে।
ভারতের গত টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে না পারার কারণ জানতে চাইলে সৌরভ বলেন, ‘সত্যি বলতে ২০১৭ ও ২০১৯-এ ভারতের পারফর্ম্যান্স খারাপ ছিল না। ২০১৭-র চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আমরা পাকিস্তানের কাছে হেরে যাই। আমি সেই ম্যাচের ধারাভাষ্যকার ছিলাম। পরে ইংল্যান্ডে ২০১৯ বিশ্বকাপজুড়ে আমরা প্রত্যাশা মতোই ভালো খেলেছি। সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরেছি বটে, তবে একটা খারাপ দিন দু’মাসের ভালো পারফর্ম্যান্সকে মাটি করে দিয়েছে। যদিও এবারের বিশ্বকাপে আমরা যেরকম খেলেছি, তাতে আমি একটু হতাশ। আমি মনে করি যে, গত চার-পাঁচ বছরে আমার দেখা এটাই সবথেকে খারাপ পারফর্ম্যান্স।'
সৌরভ আরও বলেন, ‘আমি জানি না কী কারণে এমনটা হয়েছে। তবে আমার মনে হয়েছে বিশ্বকাপে ওরা স্বাধীনভাবে খেলেনি। কখনও কখনও বড় টুর্নামেন্টে এমনটা হয়েই থাকে। পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলা দেখে আমার মনে হয়েছে দল নিজেদের ক্ষমতার ১৫ শতাংশ মেলে ধরেছে মাত্র।’