রমরম করেই চলছে ইউরো কাপ। কিন্তু এরই মাঝে করোনা আতঙ্ক যেন তীব্র আকার নিয়েছে। স্পেন, সুইডেনের পর এ বার করোনা হানা দিয়েছে পর্তুগাল শিবিরে। তাদের রাইট ব্যাক জোয়াও ক্যান্সেলো কোভিড পজিটিভ। ইউরো কাপে খেলতে নামার আগে নিঃসন্দেহে এটা বড় ধাক্কা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালের কাছে।
গত বারের চ্যাম্পিয়নদের ইউরো অভিযান শুরু করার কথা ১৫জুন। হাঙ্গেরির বিরুদ্ধে। এখন নিয়ম মেনে করোনা টেস্ট হচ্ছে প্রতিটা দলেই। সেই টেস্ট করার সময়েই ধরা পড়ে ক্যান্সেলো করোনায় আক্রান্ত। এর জেরে হাঙ্গেরি ম্যাচ তো বটেই, পুরো ইউরো কাপেই তিনি খেলতে পারবেন না বলে পর্তুগালের দলের তরফে একটি বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। তাঁর পরিবর্ত হিসেবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের দিয়োগো দালোতকে নেওয়া হয়েছে।
জানা গিয়েছে, রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গে জোয়াও ক্যান্সেলোকে একেবারে আলাদা ভাবে আইসোলেশনে রাখা হয়েছে। তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। দলের বাকি সদস্যদেরও ফের করোনার পরীক্ষা করানো হয়েছে। তবে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটির রাইট ব্যাকের অভাবটা যে মারাত্মক ভাবে অনুভূত হবে, সেটা মেনে নিয়েছে টিম কর্তৃপক্ষ।
ইউরো শুরুর আগে প্রথম করোনায় আক্রান্ত হয়েছিলেন স্পেন অধিনায়ক সার্জিয়ো বুস্কেটস। বুস্কেটসের পর স্পেনের ডিফেন্ডার দিয়েগো লরেন্টেরও করোনা রিপোর্ট পজিটিভ আসে। এর পর সুইডেনের মিডফিল্ডযুগল ডেয়ান কুলসেভস্কি ও ম্যাথিয়াস স্যাভেনবার্গও করোনার আক্রান্ত হয়েছেন বলে জানা যায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।