বাংলা নিউজ > ময়দান > ICC POTM: জানুয়ারির সেরা ক্রিকেটারের লড়াইয়ে জোর টক্কর দুই ভারতীয় তারকার, দৌড়ে রয়েছেন কনওয়েও

ICC POTM: জানুয়ারির সেরা ক্রিকেটারের লড়াইয়ে জোর টক্কর দুই ভারতীয় তারকার, দৌড়ে রয়েছেন কনওয়েও

শুভমন গিল ও মহম্মদ সিরাজ। ছবি- টুইটার।

ICC Player Of The Month Awards: মেয়েদের বিভাগে প্লেয়ার অফ দ্য পুরস্কারের জন্য মনোনীত হলেন এক অনূর্ধ্ব-১৯ তারকা।

ঘরের মাঠে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিমীত ওভারের সিরিজে দুর্দান্ত পারফর্ম্যান্সের সুবাদে আইসিসি প্লেয়ার অফ দ্য মনথ পুরস্কারের জন্য মনোনীত হলেন দুই ভারতীয় তারকা। খেতাবের লড়াইয়ে টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটারকে জোর টক্কর দেবেন এক কিউয়ি তারকা।

জানুয়ারি মাসের সার্বিক পারফর্ম্যান্সের নিরিখে আইসিসি প্লেয়ার অফ দ্য মনথ পুরস্কারের জন্য মনোনীত হলেন শুভমন গিল, মহম্মদ সিরাজ ও ডেভন কনওয়ে। মেয়েদের বিভাগে জানুয়ারির সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে রয়েছেন দুই অজি তারকা বেথ মুনি ও ফোব লিচফিল্ড। তাঁদেরকে নিশ্চিতভাবেই কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দেবেন ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন গ্রেস ক্রিভেন্স।

শুভমন গিল: জানুয়ারি মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে গিল সাকুল্যে ৫৮ রান সংগ্রহ করেন। তৃতীয় ম্যাচে ৪৬ রানের কার্যকরী ইনিংস খেলেন তিনি। তবে দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে পরবর্তী তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে তিনি যথাক্রমে ৭০, ২১ ও ১১৬ রান সংগ্রহ করেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে গিল যথাক্রমে ২০৮, অপরাজিত ৪০ ও ১১২ রান সংগ্রহ করেন। যদিও জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ২টি টি-২০ ম্যাচে তিনি ১৮ রানের বেশি সংগ্রহ করতে পারেননি।

আরও পড়ুন:- সবুজ পিচ দেখেই নাকি সৌরভ 'চোটের ভান করে' ২০০৪-এর নাগপুর টেস্ট খেলেননি, বিস্ফোরক দাবি প্রাক্তন কিউরেটরের

মহম্মদ সিরাজ: জানুয়ারি মাসে সিরাজ শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজে ৯টি উইকেট সংগ্রহ করেন। পরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২টি ওয়ান ডে ম্য়াচে তিনি সাকুল্যে ৫টি উইকেট পকেটে পোরেন।

আরও পড়ুন:- IND vs AUS: একের পর এক ধাক্কা অজি শিবিরে, ভারতের বিরুদ্ধে নাগপুর টেস্টে ঘোর অনিশ্চিত তারকা অল-রাউন্ডার

ডেভন কনওয়ে: জানুয়ারি মাসে তিন ফর্ম্যাট মিলিয়ে ১০টি আন্তর্জাতিক ইনিংসে ব্যাট করতে নামেন কনওয়ে। তিনি ৩টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরি করেন। ডেভন পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের শেষ টেস্টের প্রথম ইনিংসে ১২২ রান করেন। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ান ডে ম্যাচে যথাক্রমে ১০১ ও ৫২ রান করেন তিনি। ভারতের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচে ডেভন ১৩৮ রান করেন। শেষে ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে কনওয়ে ৫২ রান সংগ্রহ করেন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন