বাংলা নিউজ > ময়দান > ICC POTM: দুই বিশ্বকাপজয়ীর সঙ্গে প্লেয়ার অফ দ্য মনথের দৌড়ে পাক তারকা, কার হাতে উঠবে খেতাব?

ICC POTM: দুই বিশ্বকাপজয়ীর সঙ্গে প্লেয়ার অফ দ্য মনথের দৌড়ে পাক তারকা, কার হাতে উঠবে খেতাব?

আদিল রশিদ ও জোস বাটলার। ছবি- ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টুইটার (T20 World Cup Twitter)

ICC Player of the Month: মেয়েদের বিভাগেও নভেম্বরের সেরা ক্রিকেটারের পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন এক পাক তারকা।

টি-২০ বিশ্বকাপের দুর্দান্ত পারফর্ম্যান্স দিয়ে আইসিসি প্লেয়ার অফ দ্য মনথ পুরস্কারের জন্য মনোনিত হলেন জোস বাটলার। ব্রিটিশ দলনায়ককে এক্ষেত্রে জোর টক্কর দেবেন ইংল্যান্ড দলের সতীর্থ আদিল রশিদ ও পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি।

মেয়েদের বিভাগে নভেম্বর মাসের সেরা ক্রিকেটারের দৌড়ে রয়েছেন পাকিস্তানের সিদরা আমিন। তাঁর সঙ্গে লড়াই থাইল্যান্ডের নাথাকান চানথাম ও আয়ারল্যান্ডের গ্যাবি লুইসের।

নভেম্বরে ৪টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে মাঠে নেমে বাটলার ২টি অর্ধশতরান-সহ ২০৭ রান সংগ্রহ করেছেন। ভারতের বিরুদ্ধে বিশ্বকাপের সেমিফাইনালে তিনি ৮০ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন।

আরও পড়ুন:- বল করেন না, তাও টিম ইন্ডিয়ার এই তারকা ক্রিকেটারকে অল-রাউন্ডারের তকমা দিলেন গাভাসকর

সুপার টুয়েলভের প্রথম ৩টি ম্যাচে কোনও উইকেট পাননি আদিল রশিদ। তবে টুর্নামেন্টের শেষ ৩টি ম্যাচে ইংল্যান্ডের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন রশিদ। শ্রীলঙ্কার বিরুদ্ধে ডু-অর-ডাই ম্যাচে রশিদ ১৬ রানে ১ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন। ভারতের বিরুদ্ধে সেমিফাইনালে মাত্র ২০ রান খরচ করে সূর্যকুমার যাদবের মূল্যবান উইকেট তুলে নেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে ১টি মেডেন ওভার-সহ ২২ রানের বিনিময়ে ২টি উইকেট পকেটে পোরেন আদিল।

আরও পড়ুন:- হরমনপ্রীতদের ব্যাটিং কোচ কানিতকর, হেড কোচ রমেশ পাওয়ারকে NCA-তে পাঠাচ্ছে BCCI

অন্যদিকে টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের সেরা বোলার ছিলেন শাহিন। ১৪.০৯ গড়ে তিনি টুর্নামেন্টে ১১টি উইকেট সংগ্রহ করেন। ওভার প্রতি মোটে ৬.১৫ রান খরচ করেন আফ্রিদি। বাংলাদেশের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে আফ্রিদি ২২ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন এবং ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন। ফাইনালে আফ্রিদি চোট পেয়ে মাঠ না ছাড়লে ম্যাচের রং বদলে যেতে পারত বলে বিশ্বাস অনেকেরই।

বন্ধ করুন