বাংলা নিউজ > ময়দান > DY Patil T20 Cup: ১৭টি ছক্কায় মাত্র ৫৫ বলে ১৬১ রান, IPL-এর আগে ব্যাট হাতে তাণ্ডব চালালেন প্রভসিমরন

DY Patil T20 Cup: ১৭টি ছক্কায় মাত্র ৫৫ বলে ১৬১ রান, IPL-এর আগে ব্যাট হাতে তাণ্ডব চালালেন প্রভসিমরন

ব্যাট হাতে তাণ্ডব প্রভসিমরনের। ফাইল ছবি- আইপিএল।

Income Tax vs CAG DY Patil T20 Cup: দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রভসিমরনের একার রানই তুলতে পারেনি প্রতিপক্ষ দল।

রঞ্জি ট্রফিতে ফর্মে ছিলেন। সৌরাষ্ট্রের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে পঞ্জাবকে হারতে হলেও ব্যাট হাতে দুর্দান্ত শতরান করেন প্রভসিমরন সিং। পঞ্জাবের উইকেটকিপার-ব্যাটার প্রথম ইনিংসে ১২৬ ও দ্বিতীয় ইনিংসে ২২ রান করে মাঠ ছাড়েন। এবার আইপিএলের আগে ফর্ম্যাট বদলে টি-২০ ম্যাচে মাঠে নেমেই ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালালেন প্রভসিমরন।

ডিওয়াই পাতিল টি-২০ কাপে প্রভসিমরন মাঠে নামেন ক্যাগের হয়ে। মঙ্গলবার লিগের ষষ্ঠ ম্যাচে ক্যাগের প্রতিপক্ষ ছিল ইনকাম ট্যাক্স। মুম্বইয়ের ডিওয়াই পাতিল ইউনিভার্সিটি গ্রাউন্ডে ইনকাম ট্যাক্সকে ১১৫ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে ক্যাগ। সৌজন্যে, প্রভসিমরনের ধ্বংসাত্মক শতরান।

টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ক্যাগ। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২৬৭ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। ওপেন করতে নেমে প্রভসিমরন একাই করেন ১৬১ রান। তাও মাত্র ৫৫ বলে। প্রভসিমরন এমন মারকাটারি ইনিংসে মাত্র ৯টি চার মারেন। তবে ছক্কা হাঁকান ১৭টি।

আরও পড়ুন:- IND vs AUS: ‘জাদেজাই বিশ্বসেরা’, যদিও টক্কর দিতে পারেন একজন, কার দিকে ইঙ্গিত হরভজনের?

এছাড়া রামসিং সঞ্জয় ৩৫, আনমোলপ্রীত সিং ১৫, অঙ্কিত কৌশিক ২০, হিমাংশু রানা ৯, রমনদীপ সিং ২ ও জগদীশা সূচিত ১৪ রান করেন। ইনকাম ট্যাক্সের ধানিত রউত ৩৭ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন রাকেশ প্রভু, যশ ঠাকুর ও হিমাংশু বিস্ট।

জবাবে ব্যাট করতে নেমে ইনকাম ট্যাক্স ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৫২ রানে আটকে যায়। অর্থাৎ, প্রভসিমরনের একার রানই তুলতে পারেনি তারা। হিমাংশু যোশি ৪৪ বলে ৫০ রান করেন। তিনি ৩টি চার ও ২টি ছক্কা মারেন। ২৬ বলে ৪২ রান করেন অভিমন্যু চাবন। তিনি ৫টি চার ও ২টি ছক্কা মারেন। হিমাংশু বিস্ট করেন ১৭ রান।

আরও পড়ুন:- হরমনপ্রীতকেই বেশি ভয় অজিদের, সেমিফাইনালে টেক্কা দিতে কাজে লাগাতে হবে সেই ভীতি, ভারতের জয়ের ৫ মন্ত্রে চোখ রাখুন

ক্যাগের হয়ে ২২ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন জগদীশা সূচিত। ২৫ রান খরচ করে ৪টি উইকেট দখল করেন মনু কৃষ্ণন। ৩২ রানে ২টি উইকেট দখল করেন রমনদীপ সিং। উইকেট পাননি ললিত যাদব, শুভম সিংরা।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন