গত সোমবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন প্রাক্তন অ্যাথলিট প্রবীণ কুমার সোবতি। ভারতীয় ক্রীড়ামহল ছাড়া এই নামে বর্তমান প্রজন্ম দু'বারের অলিম্পিয়ান তারকাকে নাও চিনতে পারে, তবে মহাভারতের ভীমকে কে না চেনেন! জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক মহাভারতে ভীমের চরিত্রে অভিনয় করা প্রবীণ কুমার ছিলেন আসলে ভারতকে কমনওয়েলথ ও এশিয়ান গেমস থেকে পদক এনে দেওয়া তারকা অ্যাথলিট। খেলা ও অভিনয় ছাড়াও প্রবীণ কুমার ছিলেন একজন বিএসএফ জওয়ান। পরে রাজনীতিতেও যোগ দেন তিনি।
একনজরে দেখে নিন প্রবীণ কুমারের বর্ণোজ্জ্বল জীবন:-
জন্ম: ১৯৪৭ সালের ৬ ডিসেম্বর পঞ্জাবের সারহালিতে জন্ম প্রবীণ কুমার সোবতির।
উচ্চতা ও ওজন: ৬ ফুট ৭ ইঞ্চি উচ্চতার প্রবীণের ওজন ছিল ১২২ কেজি।
স্পোর্টস ইভেন্ট: অ্যাথলেটিক্সে ভারতের হয়ে বহু আন্তর্জাতিক প্রতিযোগীতায় প্রতিনিধিত্ব করেন তিনি। ডিসকাস থ্রো ও হ্যামার থ্রো ইভেন্টে মাঠে নামতেন প্রবীণ।
পুরস্কার:-
১৯৬৬ ব্যাংকক এশিয়ান গেমসের ডিসকাস থ্রোয়ে সোনা জেতেন।
১৯৬৬ ব্যাংকক এশিয়ান গেমসের হ্যামার থ্রোয়ে ব্রোঞ্জ জেতেন।
১৯৬৬ কিংস্টোন কমনওয়েলথ গেমসের হ্যামার থ্রোয়ে রুপো জেতেন।
১৯৭০ ব্যাংকক এশিয়ান গেমসের ডিসকাস থ্রোয়ে সোনা জেতেন।
১৯৭৪ তেহরান এশিয়ান গেমসের ডিসকাস থ্রোয়ে রুপো জেতেন।
অলিম্পিক্স: ১৯৬৮ মেক্সিকো সিটি ও ১৯৭২ মিউনিখ অলিম্পিক্সে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন প্রবীণ কুমার।
মৃত্যু: ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি দিল্লিতে ৭৪ বছর বয়সে মৃত্যু হয় প্রাক্তন তারকার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।