প্যারিসে প্যারালিম্পিক্সে আসছে একটার পর একটা পদক। আরও একবার মহিলা ক্রীড়াবিদরাই নাম উজ্জ্বল করছে ভারতের। অলিম্পিক্সের আসরে দেখা গেছিল মনু ভাকেরকে প্রথম পদক এনে দিতে। ইতিমধ্যেই শ্যুটিংয়ে এবারে প্যারালিম্পিক্সে জোড়া পদক জিতেছে ভারত, এবার এল ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টেও পদক। ভারতকে ঐতিহাসিক ব্রোঞ্জ পদক এনে দিলেন প্রীতি পাল। মহিলাদের ১০০ মিটার টি৩৫ ইভেন্টে দৌড়ে ভারতকে পদক এনে দিলেন প্রীতি। এই প্রতিযোগিতার ইতিহাসে প্রথম ভারতীয় হিসেবে পদক জিতেলন তিনি, ফলে প্যারিসে তিনি যে ঐতিহাসিক অধ্যায় লিখলেন তা বলাই বাহুল্য।
আরও পড়ুন-বয়স ৩৩,পিছিয়ে ৩৬৪৭ রানে! আর কয়েক বছর খেললেই কি সচিনের টেস্ট রেকর্ড ভেঙে ফেলবেন জো রুট?
ভারতের প্রীতি পাল মাত্র ১৪.২১ সেকন্ডে প্যারিসে প্যারালিম্পিক্সে ১০০ মিটার টি৩৫ দৌড় শেষ করে ব্রোঞ্জ পদক জিতলেন দেশের জন্য। ১৭তম গ্রীষ্মকালীন প্যারালিম্পিক্সে এটি ভারতের তৃতীয় পদক। উত্তর প্রদেশ থেকে উঠে আসা প্রীতি নিজের কেরিয়ারের সেরা পারফরমেন্স দিলেন এদিন প্যারিসের ফিল্ডে। ২০২৪ সালেই জাপানের কোবে শহরে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পেয়েছিলেন প্রীতি, সেই সুবাদেই তিনি প্যারালিম্পিক্সের যোগ্যতা অর্জন করেন। এছাড়াও প্যারা এশিয়ান গেমসে ভালো পারফরমেন্স করেও একটুর জন্য পদক হাতছাড়া হয়েছিল তাঁর।
আরও পড়ুন-প্যারালিম্পিক্সে ইতিহাস অবনী লেখারার! টোকিয়োর পর প্যারিসেও জিতলেন সোনা,এল আরও পদক
প্যারিস প্যারালিম্পিক্সে তাই ভারতের হয়ে সম্ভাবনা ক্রীড়াবিদদের মধ্যে অন্যতম ছিলেন প্রীতি পাল। অল্প বয়সেই সেরিব্রাল প্যালসি ধরা পড়ে মিরাটের মেয়ে প্রীতির। সঠিক চিকিৎসার অভাবে তিনি সুস্থ হতে পারেননি, যদিও তাতে তাঁকে দমিয়ে রাখা যায়নি। তিনি দিল্লিতে কোচ গজেন্দ্র সিংয়ের কাছে জহরলাল নেহরু স্টেডিয়ামে অনুশীলন করতেন, সেখান থেকেই বিশ্বমঞ্চে সফল হওয়ার স্বপ্ন দেখা শুরু তাঁর।
আরও পড়ুন-বিরাটের সাফল্যে মুগ্ধ লক্ষ্য সেন! পদক হাতছাড়া হওয়ার পর বললেন, ‘ওর মত হতে চাই’…
খেলো ইন্ডিয়া গেমসের জন্য নিজেকে তৈরি করার পাশাপাশি অত্যাধুনিক পরিকাঠামো কাজে লাগিয়ে নিজের পারফরমেন্স প্রতিনিয়ত ক্ষুরধার করেছেন প্রীতি। কোচ গজেন্দ্র সিং সবসময়ই তাঁকে উদ্বুদ্ধ করে গেছেন, শেষ পর্যন্ত প্যারিসে এসেই নিজের স্বপ্নপূরণ করে এই ইভেন্টে প্রথম ভারতীয় হিসেবে পদক জিতে ইতিহাস লিখলেন ২৩ বছর বয়সী প্রীতি। ভারতের অবনী লেখারা, মোনা আগরওয়ালের পর প্যারিস অলিম্পিক্সে দেশকে তৃতীয় পদক এনে দিলেন প্রীতি পাল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।