পান্নালাল চ্যাটার্জি। যাঁকে ভারতের অন্যতম সেরা ফুটবলপাগল মানুষ হিসেবে চেনে সবাই। ফুটবলের টানে স্ত্রী চৈতালিকে সঙ্গে নিয়ে বেড়িয়েছেন ইতালি, মেক্সিকো, ব্রাজিল থেকে রাশিয়া। গ্যালারিতে বসে ১০টি ফুটবল বিশ্বকাপের সাক্ষী থেকেছেন তাঁরা। ৮৬ বছর বয়েসি পান্নালালের পরবর্তী লক্ষ্য ছিল ২০২২-এর কাতার বিশ্বকাপ। কিন্তু ফুটবল ঈশ্বরের নিষ্ঠুর পরিহাসে এবারে আর পূর্ণ হল না পান্নালালের কাতার অভিযান। তাঁর সব লড়াই থেমে গেল মঙ্গলবার সকালে। ৮৬ তেই পান্নালাল চলে গেলেন পৃথিবী ছেড়ে। রেখে গেলেন ৭৮ বছরের স্ত্রী চৈতালি চ্যাটার্জিকে।
ময়দানে পানুদা নামেই পরিচিত ছিলেন পান্নালাল। কলকাতার খিদিরপুরে রাম কমল স্ট্রিটের এই বাসিন্দা নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে গড়েছেন এক অনন্য কীর্তি। দু’জনে মাঠে বসেই ১০টি বিশ্বকাপ দেখেছেন। ১৯৮২ সালে পান্নালালকে তাঁর এক বন্ধু সস্ত্রীক স্পেনে গিয়ে ফুটবল বিশ্বকাপ দেখার বন্দোবস্ত করে দিয়েছিলেন। তার পর থেকে এই বাঙালি দম্পতিকে আর থামানো যায়নি। স্ত্রীকে নিয়ে মাঠে বসে বাকি সবক’টা বিশ্বকাপ দেখেছেন পানুদা।
এরপর থেকে ক্রমেই তাঁরা কল্লোলিনী কলকাতার ‘সেলিব্রিটি দম্পতি’ হয়ে ওঠেন। ১৯৯৪ সালের ফুটবল বিশ্বকাপে এই বাঙালি দম্পতিকে আমেরিকায় ব্রাজিল দলের সঙ্গে দেখা গিয়েছিল। ব্রাজিলিয়ান ফুটবল আইকন পেলে তাঁদের দেখে চিনতে পেরেছিলেন। এবং বলেছিলেন, ‘তুমি আবারও এসেছ।’ সেবারে ফুটবলের সম্রাট পেলে ছবি তুলেছিলেন ফুটবলপাগল পান্নালাল ও চৈতালির সঙ্গে।
প্রতিদিনের জীবনে হাজারো সমস্যা নিয়ে মধ্যবিত্ত চাকুরিজীবী পান্নালাল এগিয়ে যাচ্ছিলেন নিজের স্বপ্নগুলিকে বাস্তবের রুপ দিতে। রোজের জীবনের খরচ থেকে অল্প অল্প করে সরিয়ে রাখতেন কিছু টাকা। সময় এলেই স্ত্রীর হাত ধরে বেরিয়ে পড়তেন বিশ্বকাপ দর্শনে। এটাই ছিল পান্নালালের সাধারণ জীবন দর্শন।
এর মধ্যে চলছিল তাঁদের কাতার বিশ্বকাপের প্রস্তুতি। অনেকটা ভরে গিয়েছিল মাটির তৈরি পয়সার ভাঁড়। কিন্তু মঙ্গলবার সকালে সবকিছু যেন হঠাৎ করে থমকে গেল। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে সকাল ৭ টা ৩৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ময়দানের পানুদা। আর এতে কাতার বিশ্বকাপও মিস করল তার অন্যতম বাঙালি দম্পতি ফ্যানকে সাদরে অভর্থ্যনা জানাতে। এদিন অবশ্য এআইএফএফ-র তরফ থেকে শোকজ্ঞাপন করা হয় পান্নালালের উদ্দেশ্যে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।