বাংলা নিউজ > ময়দান > ঝোড়ো ডাবল সেঞ্চুরিতে দুরন্ত রেকর্ড পৃথ্বীর, আগ্রাসী শতরান সূর্যকুমারের

ঝোড়ো ডাবল সেঞ্চুরিতে দুরন্ত রেকর্ড পৃথ্বীর, আগ্রাসী শতরান সূর্যকুমারের

ব্যাট হাতে ঝড় তুললেন পৃথ্বী। ছবি- টুইটার।

বিজয় হাজারে ট্রফিতে রানের পাহাড়ে মুম্বই।

আইপিএল ২০২০-তে পরিচিত ফর্মে ছিলেন না পৃথ্বী শ। অস্ট্রেলিয়া সফরে একটি মাত্র টেস্ট খেলেই পাকাপাকিভাবে রিজার্ভ বেঞ্চে চলে যেতে হয় মুম্বইয়ের তরুণ ওপেনারকে। পরে ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজে তাঁকে বাদ পড়তে হয় জাতীয় দল থেকে। পৃথ্বীর টেকনিকে সমস্যা হচ্ছে বলে বিশেষজ্ঞরা মত প্রকাশ করার পর তরুণ ভারতীয় ক্রিকেটারের ভুল শুধরে দেওয়ার জন্য তাঁর আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস প্রবীণ আমরেকে আলাদা করে নিয়োগ করে। অবশেষে পৃথ্বী ফিরলেন পরিচিত ছন্দে।

দিল্লির বিরুদ্ধে চলতি বিজয় হাজারে ট্রফির প্রথম ম্যাচে ১৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৮৯ বলে ১০৫ রানের অপরাজিত ইনিংস খেলে মুম্বইকে জয় এনে দেন পৃথ্বী। মহারাষ্ট্রের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে করেন ৩৪ রান। এবার পুদুচেরির বিরুদ্ধে তৃতীয় ম্যাচে ব্যাট হাতে কার্যত ঝড় তোলেন তরুণ ওপেনার। ধ্বংসাত্মক ডাবল সেঞ্চুরি করে জাতীয় নির্বাচকদের জোরালো বার্তা ছুঁড়ে দেন পৃথ্বী।

পৃথ্বীর পাশাপাশি ব্যাট হাতে ধ্বংসাত্মক ইনিংস খেলেন সূর্যকুমার যাদব। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য সদ্য জাতীয় দলে ঢোকা সূর্যকুমার চার-ছক্কার বন্যা বইয়ে দেন জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে। তিনি মাত্র ৫০ বলে ব্যাক্তিগত শতরান পূর্ণ করেন।

পৃথ্বী শ ব্যাক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ২৭ বলে। তিনি সেঞ্চুরির গণ্ডি টপকে যান ৬৫ বলে। দেড়শো রানে পৌঁছতে পৃথ্বী খরচ করেন ১০৪টি বল। তিনি ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন ১৪২ বলে। শেষ পর্যন্ত ৩১টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ১৫২ বলে ২২৭ রান করে অপরাজিত থাকেন পৃথ্বী। বিজয় হাজারে ট্রফির ইতিহাসে এটিই এখনও পর্যন্ত সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসের রেকর্ড। তিনি পিছনে ফেলে দিলেন সঞ্জু স্যামসনের ২১২ রানের নজিরকে। উল্লেখ্য, এই ম্যাচে মুম্বইকে নেতৃত্ব দিতে নামেন পৃথ্বী। রাজ্য দলের ক্যাপ্টেন হিসেবে নিজের প্রথম ম্যাচেই ধ্বংসাত্মক ইনিংস খেললেন শ।

সূর্যকুমার যাদবও ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ২৭ বলে। তবে তিনি দ্বিতীয় দ্রুততম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে লিস্ট-এ সেঞ্চুরি পূর্ণ করেন। সাগর ত্রিবেদীর এক ওভারে পরপর ৪টি চার ও ১টি ছক্কা হাঁকান সূর্য। পঙ্কজ সিংয়ের পরের ওভারে তিনি ১টি ছয় ও ২টি চার মারেন। সুতরাং, একটানা ৮টি বলে সূর্য ৬টি চার ও ২টি ছক্কা মারেন। তিনি আউট হন ২২টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৫৮ বলে ১৩৩ রান করে।

এছাড়া আদিত্য তারে ৬৪ বলে ৫৬, শিবম দুবে ৭ বলে ১৬ ও যশস্বী জসওয়াল ১৬ বলে ১০ রান করেন। মুম্বই নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ৪৫৭ রান করে। ভারতের মাটিতে এটিই ৫০ ওভারের ক্রিকেটে সবথেকে বেশি রানের দলগত ইনিংস।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

'ভেবেছিলাম সমস্যা হবে...', সপ্তর্ষিকে বিয়ে করার অনুমতি সোহিনীকে কে প্রথম দেন? বাংলায় নতুন আটটি মেডিক্যাল কলেজের অনুমোদন, চিকিৎসা জগতে বড় সুখবর তোমাকে প্রার্থী করতে পারলাম না, বরাহনগরের কাউন্সিলরকে ফোন মমতার কংগ্রেস থেকে মোদী শিবিরে গোবিন্দা, শিবসেনায় যোগ দিলেন অভিনেতা, লড়তে পারেন ভোটে এই শনি-রবিবার খোলা থাকছে বেশ কিছু ব্যাঙ্ক! দেখুন তালিকা দক্ষিণে আসন সমঝোতা নিয়ে জোর চেষ্টা করছে সিপিএম, কংগ্রেসের দাবি বাড়ছে 'কত কী সয়ে যেতে হয়...',ভালোবাসায় সিলমোহর! শোভনের বুকে মাথা রাখলেন সোহিনী কংগ্রেসে যোগদান করে INDIA জোটকে সমর্থন করলেন অজয় এডওয়ার্ড লাইমলাইট থেকে দূরে থাকেন, জানেন এখন কোথায় আছেন অক্ষয় খান্না, কী করেন তিনি শক্তিশালী সৈন্যরাই সবচেয়ে কঠিন পরীক্ষায় বসে- MI প্লেয়ারদের তাতালেন হার্দিক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.