বাংলা নিউজ > ময়দান > Ranji Trophy Final: পিচ কভার নিয়ে মাঠকর্মীদের সঙ্গে দৌড়চ্ছেন তারকা ক্রিকেটার, চিনতে পারছেন?

Ranji Trophy Final: পিচ কভার নিয়ে মাঠকর্মীদের সঙ্গে দৌড়চ্ছেন তারকা ক্রিকেটার, চিনতে পারছেন?

মাঠকর্মীদের পিচ ঢাকা দিতে সাহায্য করছেন তারকা ক্রিকেটার। ছবি- টুইটার।

মুম্বই বনাম মধ্যপ্রদেশ রঞ্জি ট্রফির ফাইনালে তারকা ক্রিকেটারের আচরণে আপ্লুত ক্রিকেটপ্রেমীরা।

জন্টি রোডসকে প্রায়শই দেখা যেত এমন কাজ করতে। চিন্নাস্বামীতে সেই স্মৃতি ফিরিয়ে আনলেন পৃথ্বী শ। মাঠে উপস্থিত দর্শরা তো বটেই, পৃথ্বীর কাজে আপ্লুত দেখায় নেটিজেনদেরও। ক্রিকেটপ্রেমীরা মুম্বই অধিনায়কের এমন কাজের প্রশংসা না করে পারছেন না।

মুম্বই ও মধ্যপ্রদেশের মধ্যে রঞ্জি ট্রফির ফাইনালের চতুর্থ দিনের খেলায় বারবার বিঘ্ন ঘটায় বৃষ্টি। ফলে মাঠকর্মীদের অত্যন্ত ব্যস্ত ও তৎপর থাকতে হয়। একবার বৃষ্টি নামার পরে মাঠকর্মীরা পিচ কভার নিয়ে দৌড়ে মাঠে ঢুকলে পৃথ্বীকেও হাত লাগাতে দেখা যায় সেই কাজে।

মাঠকর্মীদের সঙ্গে কভার ধরে পৃথ্বীর দৌড়নোর ছবি মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ম্যাচে মুম্বই যদিও মোটেও স্বস্তিতে নেই। চার দিনের খেলা শেষ হয়ে গিয়েছে। এখনও প্রথম ইনিংসের নিরিখে ৪৯ রানে পিছিয়ে রয়েছে মুম্বই।

আরও পড়ুন:- Ranji Trophy Final: নিয়মের জাঁতাকলে পড়ে দরকারের সময়ে ওপেন করতে পারলেন না যশস্বী, কারণ জেনে নিন

পথ্বী দুই ইনিংসেই ব্যক্তিগত শতরানের দোরগোড়া থেকে সাজঘরে ফেরেন। তিনি প্রথম ইনিংসে ৪৭ রান করে আউট হন। দ্বিতীয় ইনিংসে মুম্বই দলনায়কের ব্যক্তিগত সংগ্রহ ৪৪ রান।

আরও পড়ুন:- Ranji Final: ৪৯ রানে পিছিয়ে মুম্বই, হাতে ৮উইকেট,বাকি ১দিন, ট্রফির গন্ধ পাচ্ছে MP

উল্লেখ্য, মুম্বইয়ের ৩৪৭ রানের জবাবে ব্যাট করতে নেমে মধ্যপ্রদেশ তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ৫৩৬ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের শেষে মুম্বই ২ উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্রহ করেছে।

বন্ধ করুন