২৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ। কিন্তু, তার আগেই সমস্যা তৈরি হয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকায়। সোশ্যাল মিডিয়াতে জাস্টিস অ্যান্ড নেশন বিল্ডিং (এসজেএন) বিভাগ বোর্ড দক্ষিণ আফ্রিকার বেশ কিছু প্রাক্তন ক্রিকেটারে বিরুদ্ধে বর্ণবাদের প্রশ্ন তুলেছে। সেই তালিকায় রয়েছেন কোচ মার্ক বাউচার এবং প্রাক্তন অধিনায়ক এবি ডি’ভিলিয়ার্স ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের শীর্ষকর্তা গ্রেম স্মিথ।
এসজেএন-এর রিপোর্টে বলা হয়েছে, গ্রেম স্মিথ ও মার্ক বাউচারের নিয়োগ ভুল। প্রতিবেদনে মার্ক বাউচার, গ্রেম স্মিথ এবং অন্যদের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন লেগ-স্পিনার পল অ্যাডামসকে নিয়ে বর্ণবাদী মন্তব্য করার অভিযোগ তোলা হয়েছে। পল অ্যাডামস বলেন, তিনি যখন ক্রিকেট খেলতেন তখন তাকে ব্রাউন বলে ডাকা হতত। অ্যাডামস বলেছিলেন যে অফ স্পিনার প্যাট সিমকক্সের জন্য তাকে দলের বাইরে রাখা হয়েছিল।
সূত্রের খবর অনুযায়ী, শনিবার ক্রিকেট দক্ষিণ আফ্রিকার বৈঠকের মূল আলোচ্য বিষয় হবে সামাজিক ন্যায়বিচার ও জাতি গঠন বিভাগের ওপর শুনানি। এর বাইরে সিএসএ পরিচালক গ্রেম স্মিথ এবং কোচ মার্ক বাউচারের নির্বাচনও রাডারে থাকবে। খবরে বলা হয়েছে, ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে বাউচার ও স্মিথ দুজনেই সাসপেন্ড হতে পারেন। যদিও সোশ্যাল মিডিয়াতে নিজেদের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার এবি ডি’ভিলিয়ার্স। প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেম স্মিথ এসব অভিযোগে আপত্তি জানিয়েছেন এবং আইনি কৌশল অবলম্বনের কথা বলেছেন। ডি’ভিলিয়ার্স এবং স্মিথ ছাড়াও মার্ক বাউচারও বর্ণবৈষম্যের জন্য দোষী।