বাংলা নিউজ > ময়দান > ‘তোমার জন্য গর্বিত,’ সরফরাজের বিস্ফোরক ব্যাটিং-এর পরে সূর্যকুমারের বিশেষ বার্তা

‘তোমার জন্য গর্বিত,’ সরফরাজের বিস্ফোরক ব্যাটিং-এর পরে সূর্যকুমারের বিশেষ বার্তা

সরফরাজের বিস্ফোরক ব্যাটিং-এর পরে সূর্যকুমারে বিশেষ বার্তা (ছবি:টুইটার)

সূর্যকুমার যাদব সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে সূর্যের পিছনে টিভিতে সরফরাজের শতরান করার মুহূর্ত। এই ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘তোমার জন্য গর্বিত।’ সূর্যকুমার যাদবের এই বার্তা সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হচ্ছে।

২০২২ ইরানি কাপের একটি গুরুত্বপূর্ণ ম্যাচ রাজকোটে সৌরাষ্ট্র এবং বাকি ভারতের মধ্যে খেলা হচ্ছে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ফের একবার বিস্ফোরক ব্যাটিং করেছেন তরুণ ব্যাটসম্যান সরফরাজ খান। ২৪ বছর বয়সী এই তরুণ ব্যাটসম্যান দুর্দান্ত ব্যাটিং করে আরেকটি দুর্দান্ত সেঞ্চুরি করেছেন। বাকি ভারতের হয়ে,তিনি প্রথম ইনিংসে ৯৯.২০ স্ট্রাইক রেটে ১২৬ বলে ১২৫ রানে অপরাজিত রয়েছেন। এ সময় তাঁর ব্যাট থেকে বেরিয়ে এসেছে ১৯টি চার ও দুটি দুর্দান্ত ছক্কা।

ঘরোয়া ক্রিকেটে সরফরাজ খানের দুর্দান্ত পারফরম্যান্স দেখে খুশি সকলেই। লাল বলের ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করে চলেছেন সরফরাজ খান। ভারতীয় তারকা ব্যাটসম্যান সূর্যকুমার যাদবও তরুণ ব্যাটসম্যানের শক্তিশালী পারফরম্যান্সের প্রশংসা করেছেন। এই সময়, তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে সূর্যের টেলিভিশনে সরফরাজের শতরানের মুহূর্তটি ধরা পড়েছে। আসলে সেই মুহূর্ত উপভোগ করছিলেন সূর্যকুমার যাদব। এই ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘তোমার জন্য গর্বিত।’ সূর্যকুমার যাদবের এই বার্তা সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হচ্ছে।

আরও পড়ুন… ইংল্যান্ড সিরিজে সুযোগ পাননি পাকিস্তানের এই তরুণ ‘মিস্ট্রি স্পিনার’! কষ্ট পাচ্ছেন মহম্মদ হাফিজ

সরফরাজ খান ঘরোয়া ক্রিকেটের বড় মঞ্চে ফের নিজেকে দুর্দান্তভাবে মেলে ধরলেন। তিনি সৌরাষ্ট্রের বিরুদ্ধে ইরানি কাপে শতরান করার আগে মুম্বইয়ের হয়ে মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ফাইনালে সেঞ্চুরি (১৩৪) করেছিলেন। পরে পশ্চিমাঞ্চলের হয়ে দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে দলীপ ট্রফির ফাইনালেও শতরান (অপরাজিত ১২৭) করেছিলেন।

আরও পড়ুন… নন স্ট্রাইকারকে ফের রান আউট করলেন দীপ্তি, এবার অদ্ভুত ভাবে ঘুরে গিয়ে

এদিনের ম্যাচে ক্রিজে আসার পর থেকেই ব্যাট হাতে ঝড় তুলে ছিলেন সরফরাজ খান। তিনি ৮টি বাউন্ডারির সাহায্যে ৫০ বলে হাফ-সেঞ্চুরি করেন। তিনি ব্যক্তিগত শতরান পূর্ণ করেন ১৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৯২ বলে। ম্যাচের কথা বললে, রাজকোটে সৌরাষ্ট্রের বিরুদ্ধে ইরানি ট্রফির লড়াইয়ে নেমেছিল অবশিষ্ট ভারত একাদশ। পিচে বোলারদের জন্য পর্যাপ্ত সুবিধা রয়েছে উপলব্ধি করেই অবশিষ্ট ভারতের ক্যাপ্টেন হনুমা বিহারী টস জিতে শুরুতে সৌরাষ্ট্রকে ব্যাট করতে পাঠান। তাঁর সিদ্ধান্ত যে একেবারে সঠিক, তা প্রমাণ হয়ে যায় দিনের প্রথম সেশনেই। সৌরাষ্ট্র মাত্র ৫ রানে ৪ উইকেট হারিয়ে বসে। তারা ৬৫ রানে ৯ উইকেট হারায়। প্রথম দিনের লাঞ্চের আগেই সৌরাষ্ট্র প্রথম ইনিংসে ৯৮ রানে অল-আউট হয়ে যায়। মুকেশ কুমার ৪টি এবং উমরান মালিক ও কুলদীপ সেন ৩টি করে উইকেট নেন।

আরও পড়ুন… ICC T20I তে চতুর্থ স্থানে ভারতীয় মহিলা দল, জানুন জেমিমাদের ODI র‌্যাঙ্কিং কত!

এরপরে অবশিষ্ট ভারত একাদশ মাত্র ১৮ রানে ৩ উইকেট হারিয়ে বসে। খাতা খুলতে পারেননি অভিমন্যু ঈশ্বরন। মায়াঙ্ক আগরওয়াল ১১ ও যশ ধুল ৫ রান করে আউট হন।আপাতত প্রথম দিনের শেষে অবশিষ্ট ভারত একাদশ তাদের প্রথম ইনিংসে ৩ উইকেটের বিনিময়ে ২০৫ রান তোলে। ১৯টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১২৬ বলে ১২৫ রান করে নট-আউট থাকেন সরফরাজ। ক্যাপ্টেন হনুমা বিহারী ৬২ রান করে অপরাজিত থাকেন। ১৪৫ বলের ইনিংসে তিনি ৯টি চার ও ১টি ছক্কা মারেন। সৌরাষ্ট্রের থেকে এখনই ১০৭ রানে এগিয়ে রয়েছে অবশিষ্ট ভারত।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

Ireland Women বনাম England Women ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? গণপতি বিসর্জনের মাঝেই অনন্তের কপালে চুমু নববধূ রাধিকার, নিমেষেই ভাইরাল ভিডিয়ো বর্তমান প্রজন্ম যে হিন্দি ছবির গান শোনে তা গুলজারের ভাষায় ‘সবই পা কাঁপানো…'! ‘খুব তো হেলমেট ছুড়েছিলে’! চিন্নাস্বামীতে আবেশকে দেখেই আওয়াজ RCB সমর্থকদের! ‘‌আমি নির্যাতিতার পরিবারকে টাকার কথা বলিনি’‌, নবান্ন থেকে সাফ জানালেন মমতা বন্দে ভারত ট্রেন কে চালাবে… তা ঘিরে ধুন্ধুমার, জামা ছেঁড়া হল চালকের! কেন এমন হল নেই দেহের চালান! RG কর কাণ্ডে ময়নাতদন্ত নিয়ে প্রশ্ন SC-র, উঠল উত্তরবঙ্গ লবির নাম 'পদত্যাগ করবে বলে বিনীত আমার কাছে অনেকবার এসেছে', দাবি মমতার, ‘পুজো আছে তো…’ 'চুল টানা'র হুমকি পাপিয়ার! জবাবে কটাক্ষ করে কুণাল বললেন, 'ওটা কমে এসেছে, নজর দে ‘চা খেতে খেতে ভুলে যাবেন না…’! আরজি কর নিয়ে লেখা হল টি স্টলে, মুগ্ধ ইমন-প্রতীম

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.