বাংলা নিউজ > ময়দান > PSL 2021: এক বলেই আউট বাবর আজম, ১৭ বলে হাফ-সেঞ্চুরি করে ম্যাচ জেতালেন আফগান তারকা

PSL 2021: এক বলেই আউট বাবর আজম, ১৭ বলে হাফ-সেঞ্চুরি করে ম্যাচ জেতালেন আফগান তারকা

বাবর আজম ও হজরতউল্লাহ জাজাই। ছবি- পিএসএল।

পাকিস্তান সুপার লিগে টানা তিন ম্যাচে হার বাবরদের।

বাবর আজম রান করলেও তাঁর দল হারে, রান না করলেও হারে। চলতি পাকিস্তান সুপার লিগের দ্বিতীয় পর্বে এমন ছবিই চোখে পড়ছে।

স্থগিত হয়ে যাওয়া পিএসএল নতুন করে শুরু হওয়ার পর ঠিক এমনটাই ট্রেন্ড দেখা যাচ্ছে করাচি কিংস দলের। মুলতান সুলতানসের বিরুদ্ধে বাবর ৮৫ রান করেও ম্যাচ জেতাতে পারেননি দলকে। ইসলামাবাদ ইউনাইটেডের বিরুদ্ধে বাবর ৮১ রান করেন। তবে হারতে হয় তাঁর দলকে। এবার পেশোয়ার জালমির বিরুদ্ধে খাতা খুলতে পারেননি পাক দলনায়ক। ম্যাচের ফলাফল যদিও একই থাকে। কার্যত আত্মসমর্পণ করে হার মানে করাচি।

আবু ধাবিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে করাচি। নির্ধারিত ২০ ওভারে তারা ৯ উইকেটে মাত্র ১০৮ রান তোলে। বাবর আজম ওয়াহাব রিয়াজের এক বলেই আউট হয়ে বসেন। শার্জিল খান ২৫, নাজিবুল্লাহ জাদরান ১৭, ইমদ ওয়াসিম ১৯ ও আব্বাস আফ্রিদি অপরাজিত ২৭ রান করেন। মার্টিন গাপ্তিল ৪ রান করে ক্রিজ ছাড়েন।

রিয়াজ ৩৪ রানে ৩ উইকেট নেন। আবরার আহমেদ ১৪ রানে ৩ উইকেট দখল করেন। সামিন গুল ১৩ রানে ২টি উইকেট পকেটে পোরেন।

জবাবে ব্যাট করতে নেমে পেশোয়ার মাত্র ১১ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১০৯ রান তুলে ম্যাচ জিতে যায়। আফগান ওপেনার হজরতউল্লাহ জাজাই ১৭ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি ৮টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ২৬ বলে ৬৩ রান করে আউট হন। হায়দার আলি করেন ১৬ রান। খাতা খুলতে পারেননি শোয়েব মালিক।

মহম্মদ আমির ২ ওভারে ৩১ রান খরচ করেও কোনও উইকেট তুলতে পারেননি। ২টি উইকেট নেন ইমদ ওয়াসিম। ৬ উইকেটে ম্যাচ জেতে পেশোয়ার। ম্যাচের সেরা হন জাজাই।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘মির্জা’র হয়ে গলা ফাটাবেন দেব-জিৎ! অঙ্কুশের ছবির ট্রেলার লঞ্চে থাকছেন আর কারা? ভারতের মুকুটে নয়া পালক, প্রথম উড়ানে সফল 'মেড ইন ইন্ডিয়া' মার্ক ১এ যুদ্ধবিমান অঞ্জলি চক্র এবং সুফি মালিক কারা? বিয়ের আগেই কেন বিচ্ছেদ হল তাঁদের ED তার কাজ করছে, আমি আমার কাজ করছি, হাজিরা এড়িয়ে হুঙ্কার মহুয়ার লোকসভার আগে মহাজোটে ভাঙন ধরিয়ে পঞ্চায়েত দখল করে নিল তৃণমূল Heart Care: এই ফলটি হার্টের নাকি খুব ভালো! আপনি কি এটি খান? আজ শেষ হচ্ছে রাজ্য সরকারি অর্থবর্ষ, চাপে পড়ে গিয়েছে একাধিক গুরুত্বপূর্ণ দফতর বিজেপি প্রার্থী রেখা পাত্রের স্বাস্থ্যসাথী কার্ড আছে, বড় তথ্য ফাঁস করল তৃণমূল কঙ্গনাকে ‘যৌনকর্মী’ বলার শাস্তি? সুপ্রিয়াকে লোকসভা ভোটের টিকিট দিল না কংগ্রেস! লোকসভা ভোটে বহরমপুরে বাজিমাত করতে পারে BJP, হারতে পারেন দিলীপ, মহুয়া: সমীক্ষা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.