এ যেন ঠিক অ্যাকশন রিপ্লে। পাকিস্তান সুপার লিগের আবু ধাবি পর্বে এক সপ্তাহে দ্বিতীয়বার বাবর আজম, মহম্মদ আমিরদের করাচি কিংসের বিরুদ্ধে রান তাড়া করে ম্যাচ জিতল পেশোয়ার জালমি। তবে গতবারের তুলনায় এবারের ম্যাচ একপেশে নয়, বরং অনেক বেশি প্রতিযোগিতামূলক হল।
প্রথমে ব্যাট করতে নেমে সাত উইকেট হারিয়ে নির্ধারিত বিশ ওভারে ১৭৫ রান তোলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন করাচি। সৌজন্য়ে পাকিস্তান অধিনায়ক ও করাচির তারকা ব্যাটসম্যান বাবর আজম (৪৫ বলে ৫৩) ও শ্রীলঙ্কা অলরাউন্ডার থিসেরা পারেরা (১৮ বল ৩৭)। সাধারণত ইনিংস নিয়ন্ত্রণ করেন বাবর এবং তাঁর চারিপাশে বাকি ব্যাটসম্যানরা বড় বড় শট খেলেন। তবে এদিন দানিশ আজিজদের ব্যর্থতায় কিছুটা চাপেই পড়ে গিয়েছিল করাচি। তাঁদের উদ্ধার করেন পারেরা। গত ম্যাচের মতো এ ম্যাচেও বাবরকে সাজঘরে ফেরান জালমি অধিনায়ক ওয়াহাব রিয়াজ। দুই অভিজ্ঞ ফাস্ট বোলার রিয়াজ ও মহম্মদ আমির উভয়ই দুই উইকেট করে নেন।
তবে গত ম্যাচের মত এ ম্যাচেও করাচি বোলারদের জুজু হয়ে দাঁড়ালেন আফগানিস্তানের বাঁ-হাতি ওপেনিং ব্যাটসম্যান হজরতউল্লাহ জাজাই। গতবারের চেয়ে ছয় বল বেশি খেলে, ছক্কা হাঁকিয়ে ২৩ বলে এবারে নিজের অর্ধশতরান পূরণ করেন জাজাই। ৩৮ বলে ৭৭ রানের ঝাঁ-চকচকে তাঁর ইনিংসই ম্য়াচে পার্থক্য গড়ে দেয়। তাঁকে যোগ্য সঙ্গ দেন অভিজ্ঞ শোয়েব মালিক (২৫ বলে ৩০)।
চার ওভারে ৩৭ রান দিলেও অবশেষে আবু ধাবি পর্বে নিজের প্রথম উইকেট নিতে সক্ষম হন মহম্মদ আমির। ব্যাটের পরে বল হাতেও করাচিকে ম্যাচে ফেরানোর মরিয়া চেষ্টা করেন পারেরা। নিজের দুই ওভারে দশ রান দিয়ে জাজাইকে সাজঘরে ফেরানোর পাশাপাশি ইমাম-উল-হকেরও উইকেট ছিটকে দেন তিনি। তবে এক বল বাকি থাকতেই ম্যাচ নিজেদের নামে করে পেশোয়ার। ম্যাচের সেরা নির্বাচিত হন জাজাই।
এরপর জালমি ইসলামাবাদ ইউনাটেডের বিরুদ্ধে ফাইনালে পৌছানোর লড়াইয়ে মাঠে নামবে। ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল বাবর আজমদের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল করাচি। মহম্মদ রিজওয়ানদের মুলতান সুলতানস আগেই ফাইনালে পৌঁছে গেছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।