দু'দিন আগেই কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের বিরুদ্ধে পাকিস্তান সুপার লিগের ম্যাচে করাচি কিংসের দানিশ আজিজ ১টি নো-বল সমেত এক ওভারে ৩৩ রান তুলেছিলেন। জ্যাক উইল্ডারমাথের সেই ওভারের প্রতি বলে রান উঠেছিল যথাক্রমে ৪, ৬, ৬, ৬, নো-বলে ৬, ২, ২।
ঠিক পরের ম্যাচেই কার্যত একই রকম ব্যাটিং তাণ্ডব দেখা গেল পিএসএলে। এবার ইসলামাবাদের বিরুদ্ধে ব্যাট করতে নেমে মুলতান সুলতান্সের সোহেল তনভীর ও খুশদিল শাহ এক ওভারে তুললেন ২৯ রান। কাকতলীয় বিষয় হল, এবারও রানের ঝড় বইল সেই ইনিংসের ১৯তম ওভারে। এবার বোলার ছিলেন আকিফ জাভেদ।
ওভারের প্রথম বলে তনভীর ৪ মারেন। পরের বলে তিনি ১ রান নেন। খুশদিল শাহ স্ট্রাইকার প্রান্তে এসে পরপর চার বলে চারটি ছক্কা হাঁকান। সুতরাং ওভারের ৬ বলে রান ওঠে যথাক্রমে ৪, ১, ৬, ৬, ৬, ৬।
ইসলামাবাদের বিরুদ্ধে কোয়ালিফায়ার ম্যাচে মুলতান নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৮০ রান তোলে। খুশদিল ৫টি ছক্কার সাহায্যে ২২ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন। শোয়েব মাকসুদ ৭টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪১ বলে ৫৯ রান করেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।