বাংলা নিউজ > ময়দান > PSL 2021: ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ সরফরাজ, মাত্র ৭৩ রানে গুটিয়ে গেল তাঁর দল

PSL 2021: ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ সরফরাজ, মাত্র ৭৩ রানে গুটিয়ে গেল তাঁর দল

সরফরাজ আহমেদ। ছবি- পিএসএল।

৭ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন ইমরান তাহির।

ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিতে পারলেন না সরফরাজ আহমেদ। পাকিস্তান সুপার লিগে মুলতান সুলতান্সের কাছে কার্যত আত্মসমর্পণ করল তাঁর দল কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স।

আবু ধাবিতে প্রথম ব্যাট করে মহম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন মুলতান নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৮৩ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। ওপেনার শান মাসুদ ৪২ বলে ৭৩ রান করেন। তিনি ৭টি চার ও ৪টি ছক্কা মারেন।

এছাড়া জনসন চার্লস ৪৭, রিজওয়ান ২১ ও খুশদিল শাহ অপরাজিত ২০ রান করেন। খুররাম শাহজাদ ২৬ রানে ২টি উইকেট দখল করেন।

জবাবে ব্যাট করতে নেমে কোয়েট্টা মাত্র ১২.১ ওভারে ৭৩ রানে অল-আউট হয়ে যায়। সরফরাজ ১৬ বলে ১৩ রান করেন। তিনি একটিও বাউন্ডারি মারতে পারেননি। জ্যাক ওয়েদারল্যান্ড দলের হয়ে সবথেকে বেশি ১৯ রান করেন। বাকিরা কেউ বলার মতো রান করতে পারেননি।

ইমরান তাহির ৪ ওভারে একটি মেডেন-সহ ৭ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন। ইমরান খান নেন ১৩ রানে ২ উইকেট। ১১০ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে কোয়েট্টা। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন হাফ-সেঞ্চুরি করা শান মাসুদ।

বন্ধ করুন