সদ্য আসন্ন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) মরশুমের জন্য প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে খেলোয়াড়ের বাছাই করা হয়েছে। সেই ড্রাফটেই লিগের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক কামরান আকমলকে অত্যন্ত নিম্ন ক্যাটাগরিতে দলে নেওয়ার প্রতিবাদে তিনি পিএসএল থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন। এবার সেই সুযোগকেই কাজে লাগাতে মাঠে নেমে পড়লেন জেরার্ড এরাসমাস।
কামরান আকমলকে প্রথমে সর্বোচ্চ প্লাটিনাম ক্যাটাগরিতে রাখা হলেও, নামতে নামতে গোল্ড পেরিয়ে সিলভার ক্যাটাগরিতে তাঁকে পুনরায় দলে নেয় পেশোয়ার জালমি। এত নীচু ক্যাটাগরি তাঁর জন্য নয় বলে জানিয়ে নিজের ইউটিউব চ্য়ানেলে কামরান বলেন, ‘আমাকে ছেড়ে দিন, কারণ আমি এই ক্যাটাগরিতে খেলব না। এই বিভাগটি যুবকদের জন্য। যেহেতু আমি গত ছয় মরশুম ধরে তাদের (পেশোয়ার জালমি) সঙ্গে খেলছি, তাই আমি এই ভিত্তিতে তাদের সহানুভূতি চাই না।’
তবে কামরানের ক্ষেত্রে যা ‘অসম্মান’, কার্যত নমিবিয়া অধিনায়ক এরাসমাসের কাছে তা চাঁদ হাতে পাওয়ার মতো। সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপে নমিবিয়াকে নেতৃত্ব দেওয়া অলরাউন্ডার ESPNCricinfo-র কামরান আকমলকে নিয়ে উক্ত খবর সম্পর্কে করা টুইটের জবাবে লেখেন, ‘আমাকে দলে নাও। আমি বিনামূল্যে খেলে দেব।’ নিঃসন্দেহে পিএসএলের মতো বড় টুর্নামেন্টে বিশ্বের তাবড় তাবড় ক্রিকেটারদের সঙ্গে খেলা এরাসমাসের জন্য বড় পাওনা। এই সামান্য টুইটই অ্যাসোসিয়েট দেশ এবং ক্রিকেটের এলিটদের মধ্যে পার্থক্যটা প্রমাণ করে দেয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।