গ্রুপ লিগের ৩০টি ম্যাচের শেষে স্পষ্ট হয়ে যায় চলতি পাকিস্তান সুপার লিগের পয়েন্ট টেবিলের ছবিটা। লিগ টেবিলের প্রথম চারটি দল পৌঁছে যায় প্লে-অফে। ৬ দলের টুর্নামেন্টে দু'টি দলকে বিদায় নিতে হয় লিগ পর্ব থেকেই
লিগ টেবিলের শীর্ষে থেকে মহম্মদ রিজওয়ানের মুলতান সুনতানস সরাসরি কোয়ালিফায়ারের যোগ্যতা অর্জন করে। তারা মাঠে নামবে দ্বিতীয় স্থানে থাকা শাহিন আফ্রিদির নেতৃত্বাধীন লাহোর কালান্দার্সের বিরুদ্ধে। অন্যদিকে তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা পেশোয়ার জালমি ও ইসলামাবাদ ইউনাইটেড প্রথম এলিমিনেটরে মাঠে নামবে। বাবর আজমের নেতৃত্বাধীন করাচি কিংস এবার ১০টি ম্যাচের মধ্যে ৯টিতে হেরে লিগ টেবিলের একেবারে শেষে জায়গা করে নেয়।
একনজরে দেখে নেওয়া যাক পাকিস্তান সুপার লিগের চূড়ান্ত পয়েন্ট টেবিল। চোখ রাখা যাক প্লে-অফের সূচিতে।
পয়েন্ট টেবিল:-
১. মুলতান সুলতানস:- ম্যাচ: ১০, জয়: ৯, হার: ১, পয়েন্ট: ১৮, নেট রান-রেট: ১.২৫৩।
২. লাহোর কালান্দার্স:- ম্যাচ: ১০, জয়: ৬, হার: ৪, পয়েন্ট: ১২, নেট রান-রেট: ০.৭৬৫।
৩. পেশোয়ার জালমি:- ম্যাচ: ১০, জয়: ৬, হার: ৪, পয়েন্ট: ১২, নেট রান-রেট: -০.৩৪০।
৪. ইসলামাবাদ ইউনাইটেড:- ম্যাচ: ১০, জয়: ৪, হার: ৬, পয়েন্ট: ৮, নেট রান-রেট: -০.০৬৯।
৫. কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স:- ম্যাচ: ১০, জয়: ৪, হার: ৬, পয়েন্ট: ৮, নেট রান-রেট: -০.৭০৮।
৬. করাচি কিংস:- ম্যাচ: ১০, জয়: ১, হার: ৯, পয়েন্ট: ২, নেট রান-রেট: -০.৮৯১।
প্লে-অফের সূচি:-
কোয়ালিফায়ার: লাহোর কালান্দার্স বনাম মুলতান সুলতানস (২৩ ফেব্রুয়ারি, লাহোর)।
এলিমিনেটর-১: ইসলামাবাদ ইউনাইটেড বনাম পেশোয়ার জালমি (২৪ ফেব্রুয়ারি, লাহোর)।
এলিমিনেটর-২: কোয়ালিফায়ারের পরাজিত দল বনাম এলিমিনেটর-১'এর জয়ী (২৫ ফেব্রুয়ারি, লাহোর)।
ফাইনাল: কোয়ালিফায়ারের জয়ী দল বনাম এলিমিনেটর-২'এর জয়ী দল (২৭ ফেব্রুয়ারি, লাহোর)।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।