শুভব্রত মুখার্জি: পাকিস্তান সুপার লিগের সপ্তম আসরের আয়োজন করে বিপুল পরিমাণ 'লক্ষ্মীলাভ' হল পাকিস্তান ক্রিকেট বোর্ড অর্থাৎ পিসিবির। গতবারের তুলনায় লাভের পরিমাণ বাড়ল প্রায় ৭২ শতাংশ । যার সুফল পেয়েছেন সমস্ত ফ্রাঞ্চাইজিগুলো। এ কথা জানিয়েছেন স্বয়ং পিসিবি চেয়ারম্যান রামিজ রাজা।
প্রসঙ্গত এই বছর লাহোর কালান্দার্স পিএসএলে চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে টানটান উত্তেজনার মধ্যে দিয়ে শিরোপা জিতেছে তারা। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সপ্তম আসরে অংশগ্রহণকারী এবং চ্যম্পিয়ন দলসহ টুর্নামেন্টের সেরা পারফর্মারদের বিপুল অঙ্কের পুরস্কারও দেওয়া হয়েছে। টুর্নামেন্ট শেষে পিসিবি চেয়ারম্যান রামিজ রাজা জানিয়েছেন, এবারের আসরে রেকর্ড আয় করেছে পিএসএল বা বলা ভাল পিসিবি।
এক সাক্ষাৎকারে রামিজ রাজা জানিয়েছেন 'এটা নিয়ে কোনো সন্দেহের জায়গাই নেই যে এবারের আসর দারুণ সফল। কারণ প্রতি ম্যাচেই বেশকিছু সংখ্যক দর্শকদের পেয়েছি। লাহোর ও করাচি দুই মাঠেই খেলার সময়তে তাদের পেয়েছি । পেশাদারি জীবনে এমন অসাধারণ, রোমাঞ্চপ্রিয়, ক্রিকেটপ্রেমী দর্শক দেখিনি। বিশেষ করে লাহোরে। আর সবমিলিয়ে এবার পিএসএলের লভ্যাংশ ৭১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।'
রামিজ আরও যোগ করেন 'প্রতিটি ফ্রাঞ্চাইজিকে ৯০ কোটি পাকিস্তানি টাকা দেওয়া হয়েছে। এত বেশি অর্থ এর আগে পিএসএলের কোনো ফ্রাঞ্চাইজি পায়নি। টুর্নামেন্টের প্রথম বল মাঠে গড়ানোর আগেই সবগুলো দলকে এই টাকা দিয়ে দেওয়া হয়েছে। আগামীতে আমরা শুধু লাহোর,করাচি নয়, মুলতান ও পেশোয়ারেও ম্যাচ আয়োজন করব। তখন বিশ্ব দেখবে, পিএসএলের আসল ম্যাজিক।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।