আজম খানের ঝোড়ো ব্যাটিংয়ে পাকিস্তান সুপার লিগের ১৩তম ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ৬৩ রানে হারিয়েছে ইসলামাবাদ ইউনাইটেড দল। এই ম্যাচে আজম খান ইসলামাবাদের হয়ে ৪২ বলে ৯৭ রানের একটি বিস্ফোরক ইনিংস খেলেন। যেখানে তিনি ৯টি চার এবং ৮টি দুর্দান্ত ছক্কাও মেরেছিলেন। আজম খান পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মইন খানের ছেলে। আজম খান একজন উইকেটরক্ষক ব্যাটসম্যান। তাঁর বিশাল শরীর থাকা সত্ত্বেও, নিজের ব্যাটিং শৈলী দিয়ে সকলের নজর কেড়েছেন তিনি। ব্যাট হাতে বেশ বিপজ্জনক আজম খান। তিনি প্রতিপক্ষের বোলারদের ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রয়েছে। এই কারণেই বাবর আজম পাকিস্তানের দ্বিতীয় ইনজামাম-উল-হক নামেও পরিচিত হয়েছিলেন।
পাকিস্তান সুপার লিগে বাবর আজমের এই শক্তিশালী ইনিংসের কারণে ইসলামাবাদ দল নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২০ রানের বিশাল স্কোর করে। এই স্কোরের জবাবে ১৯.১ ওভারে মাত্র ১৫৭ রানে গুটিয়ে যায় কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের দল। এভাবে ৬৩ রানে ম্যাচ জিতে যায় ইসলামাবাদ দল।
আরও পড়ুন… ICC ট্রফি জিতিনি তাই নাকি আমি ব্যর্থ ক্যাপ্টেন! 'সাফল্যের' ফিরিস্তি দিয়ে আক্ষেপ কোহলির
আজম খান ছাড়াও আসিফ আলি এবং কলিন মুনরোও ইসলামাবাদের হয়ে বিস্ময়কর কাজ করেছেন। মাত্র ২৪ বলে ৪২ রানের ঝলমলে ইনিংস খেলেছিলেন আসিফ। এ সময় তিনি মারেন ৪টি ছক্কা ও একটি চার। এছাড়া কলিন মুনরোর ব্যাট থেকে ২২ বলে ৩৮ রান আসে। মুনরোও তার ইনিংসে চারটি ছক্কা ও একটি চার মারেন। ফাহিম আশরাফ ১৭ ও অধিনায়ক শাদাব খান ১২ রানে অবদান রাখেন।
ইসলামাবাদের দল প্রথম ব্যাটিং এবং বোলিংয়ে কোয়েটাকে ধ্বংস করে দেয়। ২২১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২৬ রানেই তিন উইকেট হারিয়ে ফেলে কোয়েটার দল। এখান থেকে মহম্মদ হাফিজ ও উইল স্মিড ইনিংস সামলানোর চেষ্টা করলেও তা দলের জন্য যথেষ্ট ছিল না। এরপরে হাফিজকে সমর্থন করেন সরফরাজ আহমেদ তবে সেটিও যথেষ্ট ছিল না। হাফিজ ৪৮ রান করে আউট হন, স্মিডের ব্যাট থেকে আসে মাত্র ১৭ রান। এছাড়াও সরফরাজ আহমেদ করেন ৩৬ বলে ৪১ রান।
আরও পড়ুন… আমার ছেলে যোগ্য তাই খেলছে- লাইভ শোতে পাকিস্তানের দুই তারকার ঝামেলা
ইফতেখার আহমেদ ৩৯ রানের ইনিংস খেলে দলের আশা জাগিয়েছিলেন, তবে তিনি অন্য ব্যাটসম্যানদের সমর্থন পেতে পারেন। ইফতিখারের পর পাঁচজন খেলোয়াড় মিলে মাত্র দুই রান করেন, তাতে পুরো দল ১৫৭ রানে গুটিয়ে যায়। বোলিংয়ে ইসলামাবাদের হয়ে ফজল হক ফারুকি ও হাসান আলি তিনটি করে উইকেট নেন। এছাড়া দুটি করে উইকেট পেয়েছেন আবরার আহমেদ ও অধিনায়ক শাদাব খানের। এই ম্যাচ জিতে লিগ টেবিলে দুই নম্বর জায়গা ধরে রাখল ইসলামাবাদ। তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। অন্যদিকে কোয়েটা লিগ টেবিলের একেবারে শেষ থাকল। তাদের সংগ্রহ ২ পয়েন্ট।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।