ঘরের মাঠে ইসলামাবাদ ইউনাইটেডকে ১১০ রানে উড়িয়ে দিল লাহোর কালান্দার্স। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন ডেভিড ওয়াইজি। যে নামিবিয়ার তারকাকে এবার দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তারইমধ্যে সোশ্যাল মিডিয়ায় লাহোর-ইসলামাবাদ ম্যাচের একটি দৃশ্য ভাইরাল হয়ে গিয়েছে। পাকিস্তানের জাতীয় দলের সতীর্থ শাদাব খান আউট হওয়ার পরে তুমুল কটাক্ষ করতে থাকেন লাহোরের হ্যারিস রউফ। সেই ভিডিয়ো নেটিজেদনদের হাসিয়ে তুলেছে।
সোমবার পাকিস্তান সুপার লিগের ম্যাচে ইসলামাবাদের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ২০০ রান তোলে লাহোর। সর্বোচ্চ ২৪ বলে ৪৫ রান করেন আবদুল্লাহ শফিক। ২৩ বলে ৩৩ রান করেন স্যাম বিলিংস। ফখর জামান ২৩ বলে ৩৬ রান, সিকন্দর রাজা ১০ বলে অপরাজিত ২৩ রান, রশিদ খান ১২ বলে ১৮ রান এবং ছয় বলে ১২ রান করেন ডেভিড। ইসলামাবাদের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন টম কারান। চার ওভারে ৩৪ রান খরচ করেন। দু'টি উইকেট পান ইসলামাবাদের অধিনায়ক শাদাব।
সেই রান তাড়া করতে নেমে ইসলামাবাদের শুরুটা ভালো হয়। ৩.৫ ওভারে ৪১ রান তুলে ফেলে। কিন্তু চতুর্থ ওভারের শেষ বলে রহমানউল্লাহ গুরবাজ আউট হওয়ার পরই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ইসলামাবাদ। কেকেআরে আসা গুরবাজ ১৭ বলে ২৩ রান করেন। কিন্তু বাকি ব্যাটাররা দাঁড়াতে পারেননি। ২০১ রানের লক্ষ্যমাত্রা তাড়া করার জন্য যে জুটির দরকার ছিল, সেটাই হয়নি। শেষপর্যন্ত ১৩.৫ ওভারে ৯০ রানে অল-আউট হয়ে যায় ইসলামাবাদ। দুই ওপেনার গুরবাজ, কলিন মুনরো এবং সাতে নামা কারান ছাড়া কেউ দু'অঙ্ক ছুঁতে পারেননি।
লাহোরের হয়ে তিন ওভারে ১৭ রান দিয়ে তিন উইকেট নেন নামিবিয়ার অল-রাউন্ডার ডেভিড। যিনি এবার আইপিএলে কেকেআরে খেলবেন। ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন তিনি। অন্যদিকে, দুর্দান্ত বোলিং করেন রশিদ খান। যিনি রবিবার ৪৯ রান খরচ করার পর সোমবার তিন ওভারে আট রান দিয়ে দুই উইকেট নেন। ১.৫ ওভারে ছয় রান দিয়ে দুই উইকেট নেন জিম্বাবোয়ের তারকা সিকন্দর। একটি করে উইকেট পান হ্যারিস এবং জামান খান।
শাদাবকে কটাক্ষ হ্যারিসের
তারইমধ্যে সোমবার শাদাব আউট হওয়ার পরেই ইসমালাবাদের অধিনায়ককে চরম কটাক্ষ করতে থাকেন হ্যারিস। ৭.৫ ওভারে ওয়াইজের বলে বিলিংসের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান পাকিস্তানের তারকা শাদাব। যদিও প্রাথমিকভাবে আউট দেনি অনফিল্ড আম্পায়ার। রিভিউ নেয় লাহোর। তাতে শাদাবকে আউট দেওয়া হয়। যা দেখে ড্রেসিংরুমের দিকে হাঁটা দেন শাদাব।
সেইসময় শাদাবকে চরম কটাক্ষ করতে থাকেন পাকিস্তান দলের সতীর্থ হ্যারিস। তাঁকে দেখে মনে হচ্ছিল, হ্যারিস যেন শাদাবকে বলছেন, আউট হয়ে গিয়েছে, আউট হয়ে গিয়েছে। তারপর মজা করে হ্যারিসকে গুঁতো মারার চেষ্টা করেন শাদাব। পালটা হ্যারিসও মজার ছলে শাদাবকে ঠেলে দেন।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।