সদ্য সমাপ্ত পাকিস্তান সুপার লিগের সেরা একাদশে একতরফা আধিপত্য রানার্স দল মুলতান সুলতানসের ক্রিকেটারদের। টুর্নামেন্টের সেরা দলে মুলতানের ৫ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন। চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স দলের মোটে ২ জন ক্রিকেটার রয়েছেন সেরা এগারোয়। চ্যাম্পিয়ন দলের পাশাপাশি পেশোয়ার জালমির ২ জন ক্রিকেটার রয়েছেন টিম অফ দ্য টুর্নামেন্টে।
পিএসএল চ্যাম্পিয়ন লাহোরের ক্যাপ্টেন শাহিন আফ্রিদি টুর্নামেন্টের সেরা দলের ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন। এছাড়া কালান্দার্সের আফগান স্পিনার রশিদ খান রয়েছেন সেরা একাদশে।
মুলতান সুলতানসের ক্যাপ্টেন তথা উইকেটকিপার মহম্মদ রিজওয়ান ওপেনার হিসেবে জায়গা করে নিয়েছেন সেরা দলে। অপর ওপেনার হিসেবে সেরা একাদশে নাম রয়েছে পেশোয়ার জালমির ক্যাপ্টেন বাবর আজমের। মুলতানের প্রোটিয়া তারকা রিলি রসউ ছাড়া ক্যারিবিয়ান অল-রাউন্ডার কায়রন পোলার্ডও রয়েছেন টুর্নামেন্টের সেরা দলে।
মহম্মদ রিজওয়ান টুর্নামেন্টের ১২ ম্যাচে সব থেকে বেশি ৫৫০ রান সংগ্রহ করেছেন। ১১ ম্যাচে ব্যাট করতে নেমে বাবর আজম সংগ্রহ করেছেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ৫২২ রান। রিলি রসউ ১১ ম্যাচে টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ ৪৫৩ রান সংগ্রহ করেন। তিন তারকা সেরা দলে জায়গা পেলেও বিবেচিত হননি ফখর জামান, যিনি ১৩ ম্যাচে টুর্নামন্টের চতুর্থ সর্বোচ্চ ৪২৯ রান সংগ্রহ করেন।
১১ ম্যাচে টুর্নামেন্টের সব থেকে বেশি ২৩টি উইকেট নেওয়া আব্বাস আফ্রিদি সঙ্গত কারণেই সেরা একাদশে জায়গা করে নিয়েছেন। ১২ ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ২২টি উইকেট নেওয়া ইসানউল্লাহও রয়েছে সেরা দলে। রশিদ খান ১১ ম্যাচে ২০টি উইকেট নিয়েছেন। শাহিন আফ্রিদি ১২ ম্যাচে নিয়েছেন ১৯টি উইকেট। সব থেকে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় দু'জনে রয়েছেন যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে। সেরা দলে তাঁদের জায়গা পাওয়া নিয়েও কোনও প্রশ্ন নেই।
পিএসএল ২০২৩-এর সেরা দল:- শাহিন আফ্রিদি (ক্যাপ্টেন, লাহোর কালান্দার্স), মহম্মদ রিজওয়ান (মুলতান সুলতানস), বাবর আজম (পেশোয়ার জালমি), মহম্মদ হ্যারিস (পেশোয়ার জালমি), রিলি রসউ (মুলতান সুলতানস), আজম খান (ইসলামাবাদ ইউনাইটেড), কায়রন পোলার্ড (মুলতান সুলতানস), ইমদ ওয়াসিম (করাচি কিংস), রশিদ খান (লাহোর কালান্দার্স), আব্বাস আফ্রিদি (মুলতান সুলতানস), ইসানউল্লাহ (মুলতান সুলতানস), সইম আয়ুব (দ্বাদশ ক্রিকেটার, পেশোয়ার জালমি)।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।