বাংলা নিউজ > ময়দান > PSL 7: হামজার আগুনে বোলিং, টানা ৮ ম্যাচে হারের পর অবশেষে জয়ের মুখ দেখল করাচি কিংস

PSL 7: হামজার আগুনে বোলিং, টানা ৮ ম্যাচে হারের পর অবশেষে জয়ের মুখ দেখল করাচি কিংস

৪ উইকেট নেন হামাজা, ২২ রানে জয় ছিনিয়ে নেয় করাচি কিংস।

এ বার পিএসএলে নয় নম্বর ম্যাচে প্রথম জয় পেল করাচি কিংস। তাদের পয়েন্ট মাত্র ২। এ দিকে করাচির কাছে হারলেও ৮ ম্যাচ খেলে লাহোরের পয়েন্ট ১০। রয়েছে পিএসএল তালিকার দুই নম্বরে।

নক আউটের যাওয়ার আশা আগেই শেষ হয়ে গিয়েছিল। কারণ টানা ৮ ম্যাচে হেরে বসেছিল করাচি কিংস। অবশেষে ৯ নম্বর ম্যাচে তারা জয়ের মুখ দেখল। লাহোর কালান্দার্সকে ২২ রানে হারিয়ে এই বছরের পিএসএলে প্রথম জয়ের স্বাদ পেল করাচি।

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল করাচি কিংসই। তবে শুরুতেই তারা জোর ধাক্কা খায়। ১২ রানের মাথায় প্রথম উইকেট এবং ২৪ রানে তারা দ্বিতীয় উইকেট হারিয়ে বসে থাকে। এর পর কিন্তু একের পর এক উইকেট পড়তে থাকে তাদের। ওপেন করতে নেমে বাবর আজম একমাত্র ৩২ বলে ৩৯ রান করেছিলেন। এটাই করাচি কিংসের সর্বোচ্চ রান ছিল। এ ছাড়া কোয়াসিম আক্রম ১৮ বলে ২৬ রান এবং লিউস গ্রেগরি করেন ১৬ বলে ২৭ রান। বাকিরা কেউ ২০ রানের গণ্ডি টপকাতে পারেননি। ১৯.৫ ওভারে ১৪৯ রানে অলআউট হয়ে যায় করাচি কিংস। লাহোরের জামান খান এবং রশিদ খান ৪ উইকেট করে নেন।

জবাবে ব্যাট করতে নেমে নির্দিষ্ট ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান করে লাহোর কালান্দার্স। ২৪ বলে ৩৩ করেন মহম্মদ হাফিজ। ডেভিড ওয়াইজ ২৩ বলে ৩১ রান করেন। ২১ বলে ২৬ করেন হ্যারি ব্রুকস। এ দিকে ৪ ওভার বল করে ২৭ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন মির হামজা। তাঁর দুরন্ত বোলিংয়ের হাত ধরেই ২২ রানে জয় ছিনিয়ে নেয় করাচি। ৯ ম্যাচে করাচি কিংসের পয়েন্ট মাত্র ২। এ দিকে করাচির কাছে হারলেও ৮ ম্যাচ খেলে লাহোরের পয়েন্ট ১০। রয়েছে পিএসএল তালিকার দুই নম্বরে। 

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন