বাংলা নিউজ > ময়দান > PSL 7: আলিম দারের নাগাল ছাড়িয়ে দৌড় লাগালেন পাক তারকা, ভিডিয়ো দেখে হাসি থামানো চাপ

PSL 7: আলিম দারের নাগাল ছাড়িয়ে দৌড় লাগালেন পাক তারকা, ভিডিয়ো দেখে হাসি থামানো চাপ

উইকেট নিয়ে ছুটন্ত দাহানিকে রোখার চেষ্টায় আম্পায়ার আলিম দার। ছবি- এএফপি। (AFP)

কোয়েট্টার বিরুদ্ধে ম্যাচের ১৪তম ওভারে এই মজাদার ঘটনাটি ঘটে।

পাকিস্তানের অন্যতম উদীয়মান ফাস্ট বোলার শাহনওয়াজ দাহানি। গত মরশুমের পিএসএলে তিনি সর্বোচ্চ উইকেট নিয়েছিলেন। এ মরশুমেও ভাল ফর্মে রয়েছেন তিনি। তবে শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) পিএসএলেই কোয়াট্টার গ্ল্যাডিয়েটার্সের বিরুদ্ধে ম্যাচে দাহানিকে কেন্দ্র করেই এক অদ্ভুত ঘটনার সাক্ষী থাকল ক্রিকেটবিশ্ব।

মুলতান সুলতানসের দাহানি, তাদের বোলিং ইনিংসের ১৪তম ওভারে দাহানি প্রথমে নুর আহমেদকে আউট করেন। তার দুই বল পরেই তিনি কোয়েট্টার নাসিম শাহের উইকেট নেন। এই উইকেট নিয়েই একেবারে ছুট লাগান দাহানি। আলিম দার তাঁকে রোখার চেষ্টা করলেও, প্রখ্যাত আম্পায়ারের নাগাল ছাড়িয়ে দর্শকদের উদ্দেশ্যে একেবারে বাউন্ডারির দিকে ছুট লাগান তিনি। গোটা ঘটনাটাই ম্যাচের চাপের মধ্যে বেশ এক মজাদার মুহূর্ত তৈরি করে। এই ভিডিয়োও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

দাহানি এ মরশুমে মুলতানের হয়ে আট ম্যাচে ১২ উইকেট নিয়েছেন। এদিন কোয়েট্টার বিরুদ্ধে তিন ওভার বল করে ২২ রানের বিনিময়ে দুই উইকেট তুলে নেন ২৩ বছর বয়সী ফাস্ট বোলার। ম্যাচে প্রথমে ব্যাট করে ২৪৫ রান করার পর, মুলতান কোয়েট্টাকে ১১৭ রানের বড় ব্যবধানে হারায়। এই মরশুমে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুলতানকে প্রায় অপ্রতিরোধ্য দেখাচ্ছে। মরশুমের নয় ম্যাচের মধ্যে আটটি জিতে লিগ তালিকার শীর্ষে, একেবারে বাকিদের ধরাছোয়ার বাইরে রয়েছে মহম্মদ রিজওয়ানের দল।

বন্ধ করুন