শুভব্রত মুখার্জি
চলতি পিএসএলের ২৯ তম ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডকে কার্যত হেলায় হারিয়ে রেকর্ড পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখল মুলতান সুলতানস। পিএসএলের ইতিহাসে প্রথম দল হিসেবে লিগ পর্বে ন'টি জয় পাওয়া একমাত্র দল মুলতান। চলতি লিগে এখনও পর্যন্ত মাত্র একটি ম্যাচ হেরেছে মুলতান।
লাহোরে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে মাত্র ১০৫ রান করতে সক্ষম হয় ইসলামাবাদ। দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করে অপরাজিত থাকেন মহম্মদ মুসা। তাঁকে যোগ্য সঙ্গত দেন লিয়াম ডসন। ১১ বলে ২২ রান করেন ডসন। ‘বুড়ো’ ইমরান তাহির চার ওভারে মাত্র আট রান দিয়ে দুটি উইকেট নেন। এই পারফরম্যান্সে ভর করে তিনি ম্যাচ সেরার পুরস্কারও পান। যিবি এবারের আইপিএলের নিলামে দল পাননি।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে মুলতান মাত্র ১৭.২ ওভারেই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায়। এখানে পৌঁছাতে তাদের হারাতে হয় চার উইকেট। ৪২ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক মহম্মদ রিজওয়ান। তাঁকে যোগ্য সঙ্গত দিয়ে ৩২ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন ডেভিড উইলি। লিয়াম ডসন বল হাতে ১৬ রান দিয়ে নেন তিনটি উইকেট।
প্রসঙ্গত, ইসলামাবাদ প্লে-অফ ইতিমধ্যেই নিশ্চিত করেছে। সমান পয়েন্টে থাকা কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের চেয়ে নেট রানরেটে এগিয়ে রয়েছে তারা। একদিকে চলতি আসরে যখন ১০ টি ম্যাচের ন'টি জিতে নজির গড়েছে মুলতান, তখন ১০ ম্যাচের মধ্যে ন'টি ম্যাচ হেরে লজ্জার নজির গড়েছে করাচি কিংস। ব্যক্তিগত রেকর্ডের দিক থেকে অবশ্য ফখর জামান পিছনে ফেলেছেন মহম্মদ রিজওয়ানকে। ছয় মারার নজিরে রিজওয়ানকে পিছনে ফেললেন ফখর। টুর্নামেন্টের একটি আসরে ছ'টি ইনিংসে সবথেকে বেশি ৩৫ টি ছক্কা মারার নজির গড়েন তিনি। এই মুহূর্তে চলতি আসরে ফখরের ঝুলিতে রয়েছে ৫২১ রান। উল্লেখ্য বর্তমানে রিজওয়ানকে পিছনে ফেলে পিএসএলে সর্বোচ্চ রান সংগ্রাহকও ফখর।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।